
৩৩৯ দিন পর সেঞ্চুরি পাওয়ার গল্প শোনালেন রোহিত
খেলা ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৮
টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতার পর কুড়ি ওভারের ক্রিকেট ছেড়েছেন রোহিত শর্মা। এরপর শুধু টেস্ট, ওয়ানডে খেলেছেন তিনি। বিশ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেওয়ার পর রোহিত বাকি দুই ফরম্যাট মিলিয়ে ২০ ইনিংস ব্যাট করেছেন। এর মধ্যে ১১ ইনিংসেই একক সংখ্যায় আউট হয়েছেন ভারতের অধিনায়ক। এসব ইনিংসে ২ ফিফটির দেখা পেলেও কোনো সেঞ্চুরির দেখা পাননি রোহিত।
দীর্ঘদিন রান খরায় ভোগা রোহিত বাধ্য হয়ে দশ বছর পর রঞ্জি ট্রফিতেও খেলেছেন। তাতেও রানের দেখা পাননি এই খেলোয়াড়। ব্যাট হাতে বাজে ফর্ম কাটানোর কারণে গেল বছর দল থেকে রোহিতকে বাদ দেওয়ার দাবি ওঠেছে। এমনকি চলতি বছরে খেলা প্রথম ওয়ানডে ম্যাচেও মাত্র ২ রানে আউট হয়েছেন এই বিধ্বংসী ওপেনার।
ইংল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে অবশেষে পেলেন সেঞ্চুরির দেখা। ব্যাট হাতে ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলে দলকে সিরিজ জয়ে নেতৃত্ব দেন তিনি। এতে দীর্ঘ ৩৩৯ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেলেন ভারতের অধিনায়ক। এর আগে গত বছরের ৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে সবশেষ সেঞ্চুরি করেন রোহিত শর্মা।
লম্বা সময় পর সেঞ্চুরি পেয়ে নিজের অনুভূতি জানিয়েছেন রোহিত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে। সত্যি বলতে, মাঠে নেমে রান করতে পারাটা আমি দারুণ উপভোগ করেছি। এটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, তাই আমার পরিকল্পনা ছিল ধাপে ধাপে ইনিংস গড়া।’
পিচের চরিত্র বুঝেই ব্যাটিং করেছেন বলে জানান রোহিত, ‘কালো মাটির উইকেটে বল কিছুটা স্কিড করছিল, তাই ব্যাটের পুরো মুখ ব্যবহার করতে হয়েছে। ওরা শরীরের দিকে বল করার চেষ্টা করছিল, যাতে আমি জায়গা না পাই, তাই আমার পরিকল্পনা ছিল গ্যাপ বের করে খেলা। সৌভাগ্যক্রমে, গিল এবং পরে শ্রেয়াসের কাছ থেকে ভালো সমর্থন পেয়েছি। আমরা একসঙ্গে ব্যাটিং উপভোগ করি।’
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আসর শুরু করবে ভারত। এর আগে রোহিত শর্মার রানে ফেরা ভারতকে বড় স্বস্তি দেবে।
এমআই