
রোহিতের ‘ফেইক’ স্ত্রীকে অশ্বিনের মেসেজ, অতঃপর যা হল
খেলা ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩১
বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে অবসরের ঘোষণা দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তার পাশে তখন বসেছিলেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা। অশ্বিনের অবসর ঘোষণা দেওয়ার পর অধিনায়কের মুখেও শোনা গিয়েছিল এ অলরাউন্ডারের প্রশংসা। বাইশ গজের বাহিরেও রোহিত-অশ্বিনের সর্ম্পকটা বেশ মধুর। এমনকি তাদের স্ত্রীদেরও গ্যালারিতে একত্রে বসে খেলা দেখতে দেখা যায়।
এবার ভারতীয় অধিনায়কের স্ত্রীকে চিনতে ভুল করে বসলেন রবিচন্দ্রন অশ্বিন। এক্সে রীতিকা সাজদের ‘ফেইক’ অ্যাকাউন্টকে মেসেজ দিয়ে বসেছেন তিনি। যদিও নিজের ভুল বুঝতে পেরে অবশ্য তা শুধরে নেওয়ার চেষ্টা করেছেন টেস্ট ক্রিকেটের কিংবদন্তি খ্যাত এ অলরাউন্ডার।
ঘটনার সূত্রপাত এক্স থেকে। এক্স মাধ্যমে অশ্বিনের একটি পোস্টের নিচে একজন কমেন্ট করেন। তিনি লিখেন, ‘অস্ট্রেলিয়া ভেবেছিল ওরা আমাদের চুনকাম করতে পারবে।’ যে ব্যবহারকারী এই কমেন্ট করেছিলেন তাঁর প্রোফাইল ছবিতে রীতিকার ছবি ছিল। সেটি দেখে অশ্বিন ভাবেন, রোহিতের স্ত্রী রীতিকাই হয়তো মেসেজে করেছেন। তাই অশ্বিন পাল্টা মেসেজ করেন, ‘রীতিকা কেমন আছ? বাড়ির ছোট্ট সদস্য ও পরিবারের বাকিদের অনেক ভালবাসা।’ তার জবাবে ওই ব্যবহারকারী লেখেন, ‘আমি ভাল আছি অশ্বিন দাদা।’
ফেইক আইডি থেকে এমন জবাব পেয়ে অশ্বিনের সম্বিত ফিরে। তাতে নিজের ভুল বুঝতে পেরে তিনি পরক্ষণেই কমেন্টটি মুছে ফেলেন। যদিও এই বিষয়ে রোহিত, রীতিকা বা অশ্বিন পরে কিছু জানাননি।
এমআই