Advertisement
Us Bangla Airlines
বিপিএলে কাইল মায়ার্স কেন ‘২১০’ নম্বর জার্সি পরেন?

বিপিএলে কাইল মায়ার্স কেন ‘২১০’ নম্বর জার্সি পরেন?

খেলা ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৫, ১৬:২৮

ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিচিত মুখ। গত আসরে চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালের ট্রাম্পকার্ড ছিলেন এ খেলোয়াড়। শুধু বিপিএল নয়, বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন লিগ খেলে থাকেন তিনি। ব্যাট-বলে সমানতালে অবদান রাখা মায়ার্সকে চলতি বিপিএলে ধরে রেখেছে ফরচুন বরিশাল। ইতোমধ্যে দলটির হয়ে একাধিক ম্যাচ খেলেছেন তিনি।

চলতি বিপিএলে কাইল মায়ার্স ‘২১০’ নম্বর জার্সি পরে খেলছেন। গত আসরেও একই নম্বরের জার্সি পরিধান করতে দেখা গিয়েছে তাঁকে। অথচ ওয়েস্ট ইন্ডিজ দলে কাইল মায়ার্সের জার্সি নম্বর ৭১। শুধু জাতীয় দল নয়, বিশ্বের অন্যান্য লিগেও তাকে ৭১ নাম্বার জার্সি পরে খেলতে দেখা যায়। কিন্তু বিপিএলে কেন ‘২১০’ নম্বর জার্সি পরেন তিনি? ক্রীড়া ভক্তদের মনে জন্ম নেওয়া এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন এ ক্যারিবিয়ান।

মায়ার্স বলেন, ‘এটা (২১০) আমার সর্বোচ্চ টেস্ট স্কোর। আন্তর্জাতিক ক্রিকেটে আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। আমার দলই এই জার্সি নম্বর আমাকে দিয়েছে এবং এজন্য আমি কৃতজ্ঞ। এই দেশে যখনই আসি, আমি ভালো করি। এটা দলের পক্ষ থেকে ভালো একটা সৌজন্য।’

উল্লেখ্য, করোনার কড়াকড়ির মাঝে ২০২১ সালে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারলেও টেস্টে সেবার চমক দেখিয়েছিল ক্যারিবিয়ানরা। চট্টগ্রাম টেস্টে শেষ ইনিংসে ক্যারিবিয়ানদের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ৩৯৫ রান। সেই ম্যাচে পাঁচে নেমে ২০ চার ও ৭ ছক্কায় ২১০ রানের রেকর্ডগড়া অসাধারণ ইনিংস খেলে দলকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন কাইল মায়ার্স।

ক্যারিবিয়ান অলরাউন্ডারের সেই কীর্তিকেই জার্সিতে ধারণ করার ব্যবস্থা করেছে বরিশাল। গত আসরে তাকে দেওয়া হয়েছিল ‘২১০’ খচিত জার্সি। এবারও করা হলো সেটির পুনরাবৃত্তি।

২১০ রানের স্মরণীয় ইনিংসের বছরখানেক পর সেন্ট লুসিয়ায় বাংলাদেশের বিপক্ষে ১৪৬ রানের ইনিংস খেলেন কাইল মায়ার্স। তবে বাজে ফর্ম আর ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়মিত খেলার কারণে মাত্র ১৮ ম্যাচেই থমকে দাঁড়িয়েছে তাঁর টেস্ট ক্যারিয়ার। যদিও সুযোগ পেলে আগ্রাসী ক্রিকেট খেলেই আবার সাদা পোশাকের ক্রিকেট রাঙাতে চান বলে জানিয়েছেন এ ক্যারিবিয়ান।

মায়ার্স বলেন, ‘আমি এখনও টেস্ট খেলতে আগ্রহী। যদিও আমার ক্যারিয়ারের জন্য যা সবচেয়ে ভালো, সেটিই করছি এখন। তবে টেস্টে এখনও আগ্রহ আছে আমার। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজটি দারুণ আকর্ষণীয় ছিল। টেস্ট ক্রিকেট এখন যেভাবে খেলা হচ্ছে, ব্যাটাররা যেভাবে দাপট দেখাচ্ছে, আমার মনে হয়, আমার এখনও সুযোগ আছে (টেস্ট) খেলার।’

এমআই