একই দিনে বাংলাদেশের তরুণ ক্রিকেটার ও এক ফুটবলারের মৃত্যু
খেলা ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৫, ১৯:১৮
রোববার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জোড়া দুঃসংবাদ। সাবেক ফুটবলার আকরাম ও তরুণ ক্রিকেটার মহিন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দুই ক্রীড়াবিদের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক নেমেছে।
আকরাম হোসেন সিনিয়র জাতীয় দলে খেলতে পারেননি। তবে বাংলাদেশ ফুটবল দলে জুনিয়র পর্যায়ে খেলেছেন। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টি ক্লাবের জার্সিও গায়ে উঠেছিল আকরামের। বয়স মাত্র ৪০ পার হলেও আজ ঝিনাইদাহে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার সতীর্থদের দেয়া তথ্যমতে, হৃদরোগে আক্রান্ত হয়ে আকরাম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
এদিকে, ক্রিকেটের বয়সভিত্তিক পর্যায় থেকেই ভেসে এলো আরেক দুঃসংবাদ। পাইপলাইনে থাকা তরুণ ক্রিকেটার মোহররম হোসেম মহিন মাত্র ১৭ বছর বয়সেই ২২ গজের ক্রিকেট আর পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন।
গতকাল শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁহাতি স্পিনার। বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্টের একজন ছিলেন মহিন। ঢাকা বিভাগ দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন মহিন।