চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
খেলা ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৬
এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।
২০২৪ সাল পর্যন্ত এটি ‘ইমার্জিং এশিয়া কাপ’ নামে পরিচিত ছিল। এবার নতুন নামে হচ্ছে টুর্নামেন্টটি — ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’। এতে বাংলাদেশসহ মোট ৮টি দল অংশ নেবে। নতুন টুর্নামেন্টকে ঘিরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
দলে জায়গা পেয়েছেন তরুণ তারকা জাওয়াদ আবরার, সঙ্গে চমক হিসেবে আছেন অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার স্বাধীন ইসলাম। আরও আছেন প্রতিশ্রুতিশীল ব্যাটার মেহেরব হোসেন অহীন।

এর আগে আকবরের নেতৃত্বেই হংকংয়ে ছয়জনের ফরম্যাটে (সিক্সসাইড) একটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ দল। ঘরোয়া ক্রিকেটে এখন চলছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), আর আন্তর্জাতিক সূচির ফাঁকেই এ তরুণদের নিয়ে সাজানো হয়েছে এই দল।
বাংলাদেশ ‘এ’ দল
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
এমআই