পারফর্ম করেও এশিয়া কাপের দলে নেই রবিন, কিন্তু কেন?
খেলা ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ২১:১৯
বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দলসহ ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি পার করছেন ক্রিকেটাররা। এদিকে চলতি মাসেই রাইজিং স্টার এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ ‘এ’ দল। আর এই টুর্নামেন্টের জন্য আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
যেখানে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা ওপেনার জাওয়াদ আবরার। এছাড়া রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের আরেক লেগ স্পিনার স্বাধীন ইসলাম। তবে যুবা দলে খেলা অবস্থায় আবরার-স্বাধীনের ‘এ’ দলে ডাক পাওয়া বেশ প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্বকাপে নামার আগে কেন বড়দের দলে যুবারা!
এদিকে অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার ডাক পেলেও ‘রাইজিং স্টার’ স্কোয়াডে সুযোগ পাননি মাহফিজুল ইসলাম রবিন। ঘরোয়াতে নিয়মিত পারফর্ম করা রবিন এনসিএল টি-টোয়েন্টিতেও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ১৩৯ স্ট্রাইকরেটে ব্যাট হাতে করেন ১৯৪ রান।
এছাড়া চলতি বছর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। চলমান এনসিএলের দ্বিতীয় রাউন্ডে পেয়েছেন সেঞ্চুরির দেখা, সবমিলিয়ে ব্যাট হাতে বেশ ভালো ফর্মে অবস্থান করছেন রবিন। এমন ভালো সময়েও উপেক্ষিত তিনি। তবে ঠিক কি কারণে সুযোগ হলো না রবিনের!
এ বিষয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘চারজন দৌড়ালে এখানে সবাই প্রথম হবে না। কেউ কেউ ক্লোজ থাকে। রবিন আমাদের স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় থাকা মানে খুব কাছেই রয়েছে দলের।’
তিনি আরও বলেন, ‘শুধু রবিন না, যারাই পারফরম্যান্স করছে সবার দিকে চোখ রয়েছে, নজর রয়েছে। কেউ হারিয়ে যাবে না। একটা পজিশনের জন্য তো আমরা একাধিক ক্রিকেটার নিতে পারি না। আমার কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির জন্য যাদের নিয়েছি, তারা স্ট্রাইকরেট বা অন্যান্য দিক থেকে ভালো চয়েজ।’
তবে রবিনের সুযোগ থাকছে জানিয়ে লিপু বলেন, ‘রবিনের জন্য অবশ্যই সুযোগ থাকছে। সাদা বলে আরো একটু ভালো পারফর্ম করলে অবশ্যই সে সুযোগ পাবে। যখন যে ফরম্যাটে খেলবে, তখন তাকে সেই ফরম্যাট অনুযায়ী খেলতে হবে। লাল বলের জন্য তো আমি সাদা বলে নিব না বা সাদা বলের জন্য তো কাউকে লাল বলে নিব না।’
‘সে হয়তো যা করেছে তার জন্য এই তিনজনের (ওপেনার) ভিতরে আসতে পারেনি। আরেকটু ভালো করলে হয়তো এখানে না হলে অন্য জায়গায় থাকবে। শুধু এ টিমে থাকবে এমন না, তার থেকেও বড় দলে থাকবে’- যোগ করেন লিপু।
পরে জাওয়াদ আবরারকে দলে নেয়ার কারণ জানিয়ে লিপু বলেন, ‘তার ব্যাটিংকে আরেকটু ভালো চ্যালেঞ্জে ফেলানোর জন্য নিয়ে এসেছি। জাওয়াদ আফ্রিকা, শ্রীলঙ্কাসহ কয়েকটা সিরিজে রান করেছে, দেখি আরেকটু বেটার দলের সাথে এখানে কী করতে পারে। তার কিছু প্রতিভা নিশ্চয়ই রয়েছে যে কারণে নজর গিয়েছে।’
এছাড়া এইচপি দলে কয়েকজন লেগ স্পিনার রয়েছেন। তাদের রেখে এই দলে জায়গা করে নিয়েছেন স্বাধীন ইসলাম। এই লিগ স্পিনারকে দলে রাখার ব্যাখা দিয়ে লিপু বলেন, ‘স্বাধীন তো বাকিদের থেকে একটু আলাদা। এই ট্যুরে না থাকলে তো এবার রংপুরের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলতো। তার কিছু ভালো দিক রয়েছে, এই কারণে তাকে ডাকা হয়েছে।’