Advertisement
Us Bangla Airlines
বিপিএলে চূড়ান্ত ৫ দল, সুযোগ পেল যেসব প্রতিষ্ঠান?

বিপিএলে চূড়ান্ত ৫ দল, সুযোগ পেল যেসব প্রতিষ্ঠান?

খেলা ডেস্ক

০৪ নভেম্বর ২০২৫, ২২:৩৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে অবশেষে চূড়ান্ত হলো পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল। শুরুতে দল পেতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান, যার মধ্যে ৯টি কোম্পানির সঙ্গে আলোচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে দীর্ঘ আলোচনা শেষে একাধিক প্রতিষ্ঠানকে প্রাথমিক তালিকা থেকে বাদ দিয়েছে বিসিবি। বাদ পড়াদের মধ্যে আছে চিটাগং কিংস, মাইন্ড ট্রির খুলনা টাইগার্স, বাংলা মার্ক লিমিটেড (নোয়াখালী), রাজশাহীর দেশ ট্রাভেলস এবং বরিশালের আকাশবাড়ি হলিডেজ।

মঙ্গলবার ছিল বিপিএলের দল চূড়ান্ত করার শেষ দিন। এদিন দুপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে নিশ্চিত করা হয়—এবারের বিপিএলে অংশ নেবে মোট পাঁচটি দল। আগের মতোই রংপুর রাইডার্সের মালিকানা থাকছে টগি স্পোর্টসের হাতে। 

রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে নাবিল গ্রুপ। সিলেটের দল পরিচালনা করবে জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বা ক্রিকেট উইথ সামি, আর ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টসের মালিকানায়। চট্টগ্রামের দলটির দায়িত্ব পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস।

একনজরে বিপিএলের ৫ দল

দল মালিকানা প্রতিষ্ঠান
রংপুর  টগি স্পোর্টস
রাজশাহী নাবিল গ্রুপ
সিলেট ক্রিকেট উইথ সামি
ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন স্পোর্টস
চিটাগাং ট্রায়াঙ্গেল সার্ভিসেস