পিছিয়ে পড়ছে রাজশাহী, মিরপুরে কমছে ম্যাচ
খেলা ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ১৭:৪১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিতে বড় পরিবর্তন আনছে বিসিবি। পেমেন্ট ইস্যুতে গত আসরে শিক্ষা নেওয়া ক্রিকেট বোর্ড এবার দল নির্বাচনে বেশ সতর্ক। ফলে দলের মালিকানায় আসছে বড় পরিবর্তন। পাশাপাশি বিপিএলের ভেন্যু ইস্যুতে বিসিবির মতামতে আসছে বদল।
বিপিএল নিয়ে আলোচনা উঠতেই ৪/৫ ভেন্যুতে খেলা আয়োজনের কথা জানিয়েছিল বিসিবি। এজন্য রাজশাহী, বগুড়া আর বরিশাল স্টেডিয়াম নিয়ে চলছিল তদারকি। তবে শেষ পর্যন্ত রাজশাহী ভেন্যু যুক্ত হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামের প্রস্তুতি শেষ না হওয়ায় সেটি পিছিয়ে পড়েছে।
রাজশাহীতে খেলা না হলেও বিপিএলে মিরপুরে কমবে ম্যাচের সংখ্যা। ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটে হবে অধিকাংশ খেলা। মিরপুরের উইকেটের মন্থর প্রকৃতি আর কন্ডিশন ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
এদিকে, বিপিএলের নতুন মৌসুম ঘিরে প্রস্তুতিও পুরোদমে চলছে। বিসিবির সদ্যনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পেয়েছেন বিপিএলের দায়িত্ব, সঙ্গে সদস্য সচিব হিসেবে আছেন ইফতেখার রহমান মিঠু। আয়োজনের দায়িত্ব আগেই বুঝে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি, যারা পরবর্তী তিন মৌসুমও দেখভাল করবে তারা।
সাত দলের পরিবর্তে এবারের বিপিএলে থাকবে ছয় দল। তবে এতেও দেখা যাবে বেশ কিছু পরিবর্তন। ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স থাকছে না এবারের আসরে। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম হতে পারে রাজশাহী স্টার, আর সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশাল আসছে নতুন মালিকানায়।
সব ঠিক থাকলে আগামী ১৭–২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, আর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে গড়াবে বিপিএলের ১২তম আসর। ক্রিকেটপ্রেমীরা তাই অপেক্ষায়—নতুন মালিক, নতুন রঙে কবে মাঠে নামবে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
এমআই