Advertisement
Us Bangla Airlines
ব্যাটিং ঝড়ে মাশরাফি-সাকিবকে ছাড়ালেন রিশাদ

ব্যাটিং ঝড়ে মাশরাফি-সাকিবকে ছাড়ালেন রিশাদ

খেলা ডেস্ক

২১ অক্টোবর ২০২৫, ১৮:২৮

মিরপুরের কঠিন উইকেটে একের পর এক ব্যাটার যখন ধুঁকছিলেন, তখন ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন রিশাদ হোসেন। মাত্র ১৪ বলের ইনিংসে ছক্কা-চার হাঁকিয়ে ভাঙলেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের এক গৌরবময় রেকর্ড। স্ট্রাইক রেটের দাপটে পেছনে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকেও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার রিশাদ অপরাজিত থাকেন ৩৯ রানে। ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৩টি চার, স্ট্রাইক রেট ২৭৮.৫৭। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অন্তত ২০ রান করা ব্যাটারদের মধ্যে এটিই এখন সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস।

এই তালিকায় আগের রেকর্ডটি ছিল যৌথভাবে মাশরাফি ও সাকিবের দখলে। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ৪৪ রান করেছিলেন মাশরাফি, স্ট্রাইক রেট ২৭৫। সেই রেকর্ডে ভাগ বসান সাকিবও, ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে একই সংখ্যক রান ও বল খেলে।

রেকর্ড তালিকায় রিশাদের পরেই আছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেছিলেন ১১ বলে ৩০, স্ট্রাইক রেট ২৭২.৭২। মিরপুরের ধীর উইকেটে যেখানে সৌম্য সরকারের মতো ব্যাটার ৮৯ বলে ৪৫ রান করেছেন, সেখানে ১০ ওভারে মাত্র ১৪ রান দেওয়া স্পিনার অ্যাথানেজের বিপক্ষে ঝড় তোলা ছিল যথেষ্ট দুঃসাহসিক কাজ।

শেষ দুই ওভারে রিশাদ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে আসে ২৪ বলে ৫০ রানের জুটি, যা বাংলাদেশকে এনে দেয় লড়াকু স্কোর—৭ উইকেটে ২১৩। বল হাতে যেমন আগুন ঝরান, এখন ব্যাট হাতেও রিশাদ হোসেন নিজেকে চেনাচ্ছেন ‘আসল অলরাউন্ডার’ হিসেবেই।

এমআই