যুবাদের আফগান সিরিজের সূচিতে পরিবর্তন
খেলা ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ১৮:৫৫
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে আফগানিস্তান যুবাদের চলমান ওয়ানডে সিরিজের সূচিতে এসেছে পরিবর্তন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানায়, পাঁচ ম্যাচের সিরিজের বাকি তিনটি ওয়ানডে আগামী ৫, ৭ ও ৯ নভেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পূর্ব নির্ধারিত সূচিতে পরিবর্তন এনে নতুন তারিখ ঘোষণা করেছে বোর্ড। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ, ফলে বর্তমানে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে আজিজুল হাকিম তামিমের দল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
আসন্ন ম্যাচগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হওয়ায় দর্শকরা ঘরের মাঠে তরুণ টাইগারদের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), মোহাম্মদ সামিউজ বাসির রাতুল, দেবাশীষ দরকার দেবা, মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি আলিন, মোহাম্মদ রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।
এমআই