Advertisement
Us Bangla Airlines
রোহিতের পাকিস্তানে যাওয়া নিয়ে মুখ খুলল বিসিসিআই

রোহিতের পাকিস্তানে যাওয়া নিয়ে মুখ খুলল বিসিসিআই

খেলা ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪

আইসিসি টুর্নামেন্টে সব দলের ক্যাপ্টেনদের নিয়ে ফটোশুট করার চল রয়েছে। বাধ্যতামূলক পর্যায়ের এই কার্যক্রম আয়োজক দেশেই হয়ে থাকে। আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির এবারের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু নিরাপত্তার অজুহাতে দেশটিতে খেলতে যাবে না ভারত। যদিও নিয়ম মোতাবেক ক্যাপ্টেনদের ফটোশুটে রোহিতের পাকিস্তান যাওয়ার কথা। কিন্তু সেখানেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ক্যাপ্টেনস ডে-তে কোনভাবেই পাকিস্তানে যাচ্ছেন না ভারতের কাপ্তান রোহিত শর্মা। এক্ষেত্রে আইসিসির নিয়মের ব্যত্যয় ঘটলেও তার তোয়াক্কা করবে না দেশটি। বিষয়টি আরও জোরালো করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গুঞ্জনের পক্ষেই মত দিয়েছে রোহিতদের অভিভাবক সংস্থা।

আইসিসির নিয়মের কাছে ভারতের নতি স্বীকার

বিসিসিআইয়ের বক্তব্য অবশ্য ভিন্ন রকম। আইসিসির নিয়ম মেনেই তারা সামনে অগ্রসর হবেন, তবে নিয়মগুলো হবে তাদের সাথে সামঞ্জস্যপূর্ন। এ বিষয়ে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, ‘আইসিসি ইতোমধ্যেই আমাদের দাবি মেনে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বদলে দুবাইয়ে সরিয়ে নিয়েছে। তাই এটাও (ফটোশুট) আমাদের কাছে বড় কোনো ব্যাপার নয়।’

এদিকে রোহিতের পাকিস্তানে যাওয়া নিয়ে অবশেষে মন্তব্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ‘রোহিত পাকিস্তানে আইসিসির অনুষ্ঠানে যাবে কি না তা এখনও ঠিক হয়নি।’ যদিও গুঞ্জন ওঠেছে, আবুধাবিতেই ফটোশুট সারতে চায় বিসিসিআই।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের নতুন ‘অজুহাত’, চটেছে পিসিবি

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের টুর্নামেন্ট শুরু হবে। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এছাড়া গ্রুপ ‘বি’তে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

এমআই