Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের নতুন ‘অজুহাত’, চটেছে পিসিবি

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের নতুন ‘অজুহাত’, চটেছে পিসিবি

খেলা ডেস্ক

২১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তার ঘনঘটা তৈরি করেছিল ভারত। নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে ক্রিকেটারদের খেলতে পাঠাবে না বলে জেদ ধরেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিতদের অভিভাবক সংস্থার এমন আবদার ফেলতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। অবশ্য সেখানেও চেয়ারম্যান পদে বসেছেন বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ।

আইসিসির সমঝোতায় শেষ পর্যন্ত ভারতের আবদার মেনে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিসিআইয়ের দাবি অনুযায়ী, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে আট জাতির এই টুর্নামেন্টের নতুন আসর।

তবে আসর শুরু হওয়ার আগেই নতুন অজুহাত তুলেছে বিসিসিআই। রোহিতদের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে সংস্থাটি। সাধারণত, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়মের ব্যত্যয় ঘটাতে চাচ্ছে ভারত। 

বিসিসিআইয়ের নতুন অজুহাতে বেজায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বার্তা সংস্থা আইএনএসকে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। এটা খেলাটির জন্য ভালো কিছু নয়। প্রথমে তারা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না এবং তারা পাকিস্তানের পাশে থাকবে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু

চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে ইতোমধ্যে সব দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত কেউই জার্সি প্রকাশ করেনি। কিন্তু ভারত যদি নিজেদের অজুহাতে অনড় থাকে, তবে অসৌজন্যতার নতুন পর্ব দেখবে ক্রিকেট বিশ্ব।

এমআই