Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু

খেলা ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১০

দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করেছে আইসিসি। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ সূচি ঘোষণা করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। লম্বা সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশসহ মোট আট দল। তাতে দুই গ্রুপে চার দল করে সূচি সাজিয়েছে আইসিসি। এসব গ্রুপের সেরা দুই দল নিয়ে সেমিফাইনাল এবং পরবর্তী দুই দল নিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে। গ্রুপ ‘এ’তে থাকা বাংলাদেশের এ যাত্রায় সঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। তাতে প্রশ্ন উঠেছে, কঠিন গ্রুপে বাংলাদেশের সম্ভবনা কতটুকু?

২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। কিউইদের সাথে অবিশ্বাস্য জয় এবং অজিদের সাথে বৃষ্টি আইনে জিতে সেবার সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। যা আইসিসির কোন ইভেন্টে লাল-সবুজ জার্সিধারীদের সর্বোচ্চ সাফল্য। এরপর প্রায় অর্ধযুগ কেটে গেলেও আইসিসি টুর্নামেন্টের ওয়ানডে সংস্করণে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ।

ওয়ানডেতে নিজেদের ভালো দল মনে করা বাংলাদেশ গত কয়েকবছর ধরে যেন নিজেদের ছায়া খুঁজে বেড়াচ্ছে। ২০১৯ বিশ্বকাপে ৯ ম্যাচে তিনটি, ২০২৩ বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ জিতেছিল সাকিব-মুশফিকরা।

ভারত-ইংল্যান্ডের সাথে রেকর্ডের কাতারে বাংলাদেশ

এদিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে বাংলাদেশ ওয়ানডেতে এখন পর্যন্ত ১১২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ৫৫টি, হার ৫৪টি এবং পরিত্যক্ত হয়েছে ৩টি ম্যাচ। ৫৫ জয়ের মধ্যে জিম্বাবুয়ে এবং ক্যারিবিয়ানদের সাথেই জয় ২৬টি। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের সাথে রয়েছে যথাক্রমে ৭ ও ৫ ম্যাচের জয়। যদিও এদের কোনো দলই থাকবে না চ্যাম্পিয়নস ট্রফিতে।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে খেলবে বাংলাদেশ। গত চ্যাম্পিয়নস ট্রফির পরে কিউইদের সাথে ওয়ানডেতে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয় মাত্র ১টি। এছাড়া ভারতের সাথে খেলা ৮ ম্যাচের মধ্যে ৩ জয় এবং পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে বাংলাদেশ।

মিনি বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্টের প্রতিপক্ষের বিপক্ষে গত ৭ বছরে বাংলাদেশের নাজুক পারফরম্যান্স বলে দিচ্ছে, কতটা পিছিয়ে আছে সাকিব-তামিমরা। এমনকি সবশেষ সিরিজে ক্যারিবিয়ানদের সাথে ৩-০ ব্যবধানে ধবলধোলাই এবং আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভবনা আরও দূরে সরিয়ে দিচ্ছে।

পরিসংখ্যানের গল্পের তুলনায় মাঠের গল্প হয় ভিন্ন। বাস্তবিক এ গল্পে বাইশ গজে যারা ভালো করবে, তারাই পরবর্তী ধাপে এগিয়ে যাবে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় গ্রুপ পর্বের প্রতিপক্ষ থেকে যোজন যোজন পিছিয়ে থাকা বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে কতটা সাফল্য আনতে পারে, সেটাই দেখার বিষয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড  রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান রাওয়ালপিন্ডি

এমআই