Advertisement
Us Bangla Airlines
অবশেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা

অবশেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা

খেলা ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৮

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অনিশ্চয়তার কালো মেঘ অবশেষে দূর হয়েছে। ভারত-পাকিস্তান দৌরাত্ম্য কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য সূচি ঘোষণা করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। পাশাপাশি সকল নাটকীয়তা শেষে এবারের টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকছে পাকিস্তান। তবে ভারতের দাবি অনুযায়ী, তাদের ম্যাচগুলো হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় হাইব্রিড মডেলের ৮ দলের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্ট ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি টানবে। এদিকে চার ভেন্যুতে এবারের আসর অনুষ্ঠিত হবে। পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে আয়োজিত হবে আট জাতির এ টুর্নামেন্ট।

মিনি বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্টে গ্রুপপর্বসহ ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ ১২টি। চার দলে দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ডজনখানেক ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ভারত, পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।  

দীর্ঘ বিরতির পর আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর শুরু হবে। এ ম্যাচের ভেন্যু করাচি। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই নামবে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু দুবাইতে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হবে। 

গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। আগামী ৪ মার্চ দুবাইতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল এবং ৫ মার্চ লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তিন দিনের বিরতি দিয়ে ৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

শিরোপা অর্জনের দৌড়ে থাকা সবশেষ দুই দল লাহোরে ফাইনাল ম্যাচ খেলবে। তবে ভারত ফাইনালে উঠলে দুবাইতে হবে এ ম্যাচ। পুরো টুর্নামেন্টে শুধু ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। বৃষ্টি কিংবা অনাকাঙ্ক্ষিত কারণে ৯ মার্চ ফাইনাল ম্যাচ না হলে সেটা ১০ মার্চ অনুষ্ঠিত হবে। 

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে দীর্ঘ জটিলতার অবসান হয়েছিল। অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। 

এমআই