Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফি এবার বাংলাদেশে

চ্যাম্পিয়নস ট্রফি এবার বাংলাদেশে

খেলা ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩

অনিশ্চয়তা কাটছে না চ্যাম্পিয়নস ট্রফির। এর পেছনে কারণ অবশ্য ভারত-পাকিস্তান দৈরাত্ম্য। নিরাপত্তার অজুহাতে এবারের আসরের আয়োজক পাকিস্তানে খেলতে যেতে চাইছে না ভারত। এ বিষয়ে আইসিসি সমঝোতার চেষ্টা করলেও সমাধানে পৌঁছাতে পারেনি। তাতে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টের সূচি এখনো প্রকাশ করতে পারেনি আইসিসি। 

এতসব অনিশ্চয়তার মাঝে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক ‘ট্রফি ট্যুর’ ইতোমধ্যে শুরু হয়েছে। পাকিস্তান থেকে গত ১৭ নভেম্বর শুরু হয়েছে ট্রফিটির ট্যুর। এরপর ঘুরেছে আফগানিস্তান। নির্ধারিত সূচি অনুযায়ী, এবার বাংলাদেশে আসছে ট্রফিটি। আজ দুপুর নাগাদ বাংলাদেশে পৌঁছাবে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এ ট্রফি। 

আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে। যা জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে। জানা যায়, আজ বাংলাদেশে পৌঁছানোর পর ১০ ডিসেম্বর কক্সবাজারে পাড়ি জমাবে ট্রফিটি। আগামী ১১ ডিসেম্বর কক্সবাজারের লাবণী পয়েন্ট বিচের সীমান্ত সম্মেলন কেন্দ্রের সামনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রদর্শিত হবে এ ট্রফিটি। 

কক্সবাজারে প্রদর্শনী পর্ব শেষে ঢাকায় ফিরবে তিন কেজি ওজনের এ ট্রফি। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য এ ট্রফি উম্মুক্ত থাকবে।

ভ্রমণের শেষ দিন, আগামী ১৩ ডিসেম্বর ট্রফিটিকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে বিসিবির সদস্য, সংগঠক; বাংলাদেশ জাতীয় দলের সাবেক-বর্তমান ক্রিকেটাররা এবং গণমাধ্যমের কর্মীরা ট্রফিটির সাথে ফটোসেশন সারবেন। বাংলাদেশ ভ্রমণ শেষে অন্য দেশে পাড়ি জমাবে এ ট্রফি। সাত দেশের বিভিন্ন শহর ঘুরে ট্রফিটি আবার পাকিস্তানে ফিরবে।

১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি হিসেবে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। ২০০২ সালে এর নাম পরিবর্তন করে করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ ২০১৭ সালে এ টুর্নামেন্টটির আয়োজন করা হয়। তবে সেই বছরেই এক বৈঠকে টুর্নামেন্টটি বাতিল ঘোষণা করে আইসিসি। পরবর্তীতে আবার সেই সিদ্ধান্ত থেকে সরেও  আসে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

দীর্ঘ বিরতির পর শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের এবারের আয়োজক পাকিস্তান। তাতে স্বাগতিক পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টটিতে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ অংশগ্রহণ করবে। ২০২৯ সালে এ টুর্নামেন্টের আয়োজক ভারত।

এমআই