Advertisement
Us Bangla Airlines
ডাবল সুখবর পেলেন কোচ সালাহউদ্দিন

ডাবল সুখবর পেলেন কোচ সালাহউদ্দিন

খেলা ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ২০:৫৮

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচ হিসেবে সুনাম কুড়ানো মোহাম্মদ সালাহউদ্দিন পেলেন বড় স্বীকৃতি। নতুন করে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু মেয়াদই নয়, দেশি কোচের বেতনও বাড়িয়েছে বিসিবি। ফলে দেশের এই অভিজ্ঞ কোচ একসঙ্গে দুটি সুখবর পেয়েছেন।

বিসিবির এক সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের মার্চে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হলেও তাকে দায়িত্বে রেখে দেয় বিসিবি। 

বিসিবির বাকি কর্তাদের মেয়াদ বাড়লেও সালাহউদ্দিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড। বেশ কয়েকবার বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে লম্বা চুক্তির কথাও জানানো হলেও তা বাস্তবে রূপ নেয়নি। এর মাঝে শ্রীলঙ্কা দলের ব্যর্থতায় তার দায়িত্ব নিয়েও হয়েছিল সমালোচনা। অবশেষে দেশি কোচের মেয়াদ বাড়াল বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। নতুন চুক্তিতে বেড়েছে তার বেতনও। প্রাথমিক নিয়োগে সালাহউদ্দিন ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে বেতন পেতেন। নতুন চুক্তিতে বেতন বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার বা প্রায় ১০ লাখ টাকা।
 
এদিকে কয়েকদিন আগেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন সালাহউদ্দিনকে পরিবর্তনের কোনো চিন্তা নেই তাদের। তবে বিসিবির পক্ষ থেকে সালাউদ্দিনের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এবার তা বাস্তবে রূপ নিয়েছে।

এমআই