
মাঠে নামার আগে দুঃসংবাদ পেল জুভেন্টাস
খেলা ডেস্ক
২৮ জুন ২০২৫, ২১:২০
ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছিল লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় সেরা ১৬ নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
আগামী ২ জুলাই শেষ আটের লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেদের প্রথম প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। কিন্তু রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ক্লাবটি। অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে গেছেন দলটির সেরা ডিফেন্ডার নিকোলো সাভোনা।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছিলো জুভেন্টাস। নিজেদের শেষ ম্যাচটা ছিলো সিটির বিপক্ষে। আর সেই ম্যাচেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৫-২ গোলে বিধ্বস্ত হয় ইতালিয়ান জুভেন্টাস। পরাজয়ের ম্যাচে ৬০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ইতালিয়ান ডিফেন্ডার সাভোনা।
পরদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি। গ্রুপ পর্বে দলের তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ২২ বছর বয়সী সাভোনা। পরীক্ষায় তার বাঁ পায়ের লিগামেন্টে বেশ গুরুতর চোট ধরা পড়েছে। ইতোমধ্যে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। মাসখানেক পর তার অবস্থা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ক্লাবটি।
আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় ৬৬ বছর পর ৫ বা তার বেশি গোল হজম করল জুভেন্টাস। সর্বশেষ ১৯৫৮-৫৯ সালে অস্ট্রিয়ান ক্লাব ভিনারের বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল তারা।
এমআই