
তিন বছর না খেলা পেসারকে ফিরিয়ে ইংল্যান্ডের দল ঘোষণা
খেলা ডেস্ক
০৫ জুন ২০২৫, ১৭:৫৪
ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। এরপরই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বেন স্টোকসের দল। আগামী ২০ জুন লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।
ভারত সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেন স্টোকসের নেতৃত্বে এই দলে বড় চমক রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড। টেস্ট ক্রিকেটে গত তিন বছর না খেলা জেমি ওভারটনকে দলে নিয়েছে ইংল্যান্ড।
মূলত গাস অ্যাটকিনসনের ইনজুরিই ওভারটনের জন্য দলের দরজা খুলে দিয়েছে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ছিটকে গেছেন অ্যাটকিনসন।
২০২২ সালের ২০ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে হেডিংলিতেই ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছিলেন ওভারটন। ঠিক তিন বছর পর একই ভেন্যুর টেস্ট দিয়ে প্রত্যাবর্তন ঘটছে তার। সেই টেস্টে ম্যাচের মোড় ঘুরানো ৯৭ রানের ইনিংস খেলার পাশাপাশি দুই ইনিংসেই ১টি করে উইকেট শিকার করেছিলেন।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলের বাইরে থাকা ক্রিস ওকস এবং ব্রেয়ডন কার্সও লিডস টেস্ট দিয়ে দলে ফিরছেন। স্কোয়াডে রয়েছেন ওপেনার জ্যাকব বেথেল। তাতে জ্যাক ক্রাওলি ও ওলি পোপের জায়গা হারানোর শঙ্কা দেখা দিয়েছে।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের স্কোয়াড
শোয়াইব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রেয়ডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), বেন স্টোকস (অধিনায়ক), জশ টাং ও ক্রিস ওকস।
এমআই