Advertisement
Us Bangla Airlines
শচীন-দ্রাবিড়দের ছাড়িয়ে যে রেকর্ডে শীর্ষে রুট

শচীন-দ্রাবিড়দের ছাড়িয়ে যে রেকর্ডে শীর্ষে রুট

খেলা ডেস্ক

২৩ মে ২০২৫, ১৩:০৭

সাদা পোশাকে বর্তমান সময়ে সেরাদের একজন জো রুট। ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ হিসেবে পরিচিত এই ব্যাটার মাঠে নামলেই গড়েন রেকর্ড। শতক আর ফিফটির মাইলফলক যেন হাতের মুঠোয়। জিম্বাবুয়ের বিপক্ষে সতীর্থের সেঞ্চুরির মিছিলে অবশ্য শতকটা পাননি জো রুট। কিন্তু ব্যাট হাতে গড়েছেন ইতিহাস।

বৃহস্পতিবার (২২ মে) নটিংহ্যামে ৪৪ বলে ৩৪ রান করে আউট হয়েছেন রুট। তবে আউট হওয়ার আগেই ইতিহাস গড়ে বসেছেন এই ক্রিকেটার। টেস্টে মাত্র ১৫৩টি টেস্ট ম্যাচ খেলেই ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। নতুন কীর্তি গড়তে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তিকে ছাড়িয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ২৮ রান করেই ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন জো রুট। এত কম ম্যাচ খেলে ১৩ হাজার রানের খাতায় নাম লেখানো ক্রিকেটার আগে দেখা যায়নি।

রুটের আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি ১৩ হাজার রান পূর্ণ করেছিলেন ১৫৯ ম্যাচে। এছাড়া ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় ১৬০, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৬২ এবং ভারতেরই শচীন টেন্ডুলকার ১৬৩ ম্যাচ খেলে সাদা পোশাকে ১৩ হাজার রান করেছিলেন।

অবশ্য ইনিংসের হিসেবে পিছিয়ে আছেন জো রুট। যেখানে ১৩ হাজার রান সংগ্রহ করতে ২৭৯ ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে শচীন টেন্ডুলকারের লেগেছিল ২৬৬ ইনিংস, আর জ্যাক ক্যালিসের ২৬৯ ইনিংস। তবে ইংলিশদের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তিতে নাম লিখিয়েছেন রুট।

এমআই