Advertisement
Us Bangla Airlines
বিদেশি লিগে সাকিব-মোস্তাফিজের প্রথম ম্যাচ যেমন গেল

বিদেশি লিগে সাকিব-মোস্তাফিজের প্রথম ম্যাচ যেমন গেল

খেলা ডেস্ক

১৯ মে ২০২৫, ১৩:০৭

আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ভারতে পাড়ি দিয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে রেকর্ড পারিশ্রমিকে ডাক পেয়েছেন তিনি। আমিরাতের বিপক্ষে খেলা শেষ করার ২৪ ঘণ্টা আগেই গতকাল আইপিএলে খেলতে নেমেছেন ফিজ। বল হাতেও মন্দ করেননি টাইগার ফাস্ট বোলার।

প্লে-অফে জায়গা করার লক্ষ্যে গতকাল গুজরাটের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। কেল রাহুলের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ১৯৯ রান জমা করে অক্ষর  প্যাটেলের দল। জবাবে এক ওভার হাতে রেখে এবং কোনো উইকেট না হারিয়ে দিল্লির লক্ষ্য টপকে যায় গুজরাট টাইটানস। তাতে মোস্তাফিজদের প্লে-অফে খেলা অনেকটা শঙ্কা পড়ে গেল।

ইতিহাস গড়লেন মুস্তাফিজ

দল খারাপ করলেও সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন মোস্তাফিজুর রহমান। শুরুর ওভারে দিয়েছিলেন ৬ রান। দ্বিতীয় ওভারে খরচ ছিল ৭ রান। স্লগে তৃতীয় ওভার করতে এসে ১১ রান খরচ করেছেন তিনি। সবমিলিয়ে তিন ওভারে মোস্তাফিজের ব্যয় ছিল ২৪ রান। যা দিল্লি দলের হয়ে সবচেয়ে কম ইকোনমি।

মোস্তাফিজের ভালো বোলিংয়ের দিনে পিএসএলে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হওয়া সাকিব ব্যাট হাতে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। শূন্য রানে আউট হওয়ার পর বল হাতে ছিলে বেশ খরুচে। ২ ওভার বল করে ১৮ রান বিলিয়েছেন তিনি। 

সাকিবের মলিন পারফরম্যান্সের দিনেও ম্যাচ জিতেছে তার দল লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল লাহোর। তাতে পিএসএলে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে শাহিন আফিদ্রির দল।

পিএসএলে খেলতে পাকিস্তানে সাকিব, ম্যাচ যেদিন

এদিকে ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ থেকে আরেক ক্রিকেটারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। দলটিতে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। জিম্বাবুয়ের সিকান্দার রাজার বদলি হিসেবে খেলবেন তিনি। বিসিবি থেকে অনুমতি পেলে শিগগিরই লাহোরের উদ্দেশ্যে রওনা দিবেন মিরাজ।

এমআই