
একই দিনে মাঠে গড়াবে আইপিএল-পিএসএল
খেলা ডেস্ক
১৩ মে ২০২৫, ১৬:৫২
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রভাব পড়েছে এশিয়ার ক্রিকেটাঙ্গনে। দুই দেশের সংঘাতে ভারতে চলা আইপিএল এবং পাকিস্তানে চলা পিএসএল সাময়িক স্থগিত করা হয়েছে। এবার উভয় দেশের যুদ্ধ বিরতির সম্মতিতে ফের মাঠে গড়াচ্ছে দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
গতকাল এক বিবৃতিতে আইপিএল শুরুর দিনক্ষণ জানিয়েছে বিসিসিআই। বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে ব্যাপক আলোচনার পর’ আইপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাতে আগামী ১৭ মে থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল।
ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক হওয়ার পরেরদিনেই ঘোষিত হয়েছে পিএসএল শুরুর তারিখ। আজ মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। আইপিএলের মতো পিএসএলও আগামী ১৭ মে শুরু হবে।
টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মহসিন নাকভি জানান, ‘লিগ যেখানে থেমেছিল, সেখান থেকেই আবার শুরু হবে। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর ম্যাচ। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’
এদিকে পিএসএলের দিনক্ষণ নির্ধারণ হলেও ভেন্যুর কথা জানাননি পিসিবি চেয়ারম্যান। শোনা যাচ্ছে, রাওয়ালপিন্ডিকে ভেন্যু হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে।
পিএসএলের একই দিনে শুরু হওয়া আইপিএল শেষ হবে ৩ জুন। বিরতির পর আইপিএলে মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অফের ভেন্যু পরে জানাবে বিসিসিআই। ধারণা করা হচ্ছে, সেখানেও ভেন্যুর পরিবর্তন আসতে পারে। তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর দিন–তারিখ ঠিক করা হয়েছে।
২৯ মে হবে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন।
এমআই