
নাসুমের ৮৭ ধাপ উন্নতি, সবার ওপরে সাইফ!
খেলা ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ১৬:৩১
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল অনবদ্য। তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা। প্রতি ম্যাচেই বোলিং-ব্যাটিংয়ে আলাদাভাবে নজর কেড়েছে জাকের আলীর দল। রশিদদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আইসিসির র্যাঙ্কিংয়েও।
তিন ম্যাচের সিরিজে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এবার ৮৭ ধাপ উন্নতি করেছেন তিনি, বর্তমানে ৪৪তম স্থানে রয়েছেন তিনি। বোলারদের মধ্যে উন্নতি করেছেন তানজিম হাসান সাকিবও, তিনি রয়েছেন ৩৩ নম্বরে।
২১ ধাপ এগিয়ে শরিফুল ইসলাম উঠে এসেছেন ৪৯তম স্থানে। এখনও বাংলাদেশের সেরা অবস্থানে আছেন মোস্তাফিজুর রহমান, রয়েছেন ১২ নম্বরে। উইকেট পেলেও সিরিজ জুড়ে বেশ খরুচে ছিলেন রিশাদ হোসেন। ফলে ৪ ধাপ অবনতি হয়েছে তার। আফগানদের বিপক্ষে কোনো ম্যাচ না খেলে ৫ ধাপ পিছিয়েছেন শেখ মেহেদী।
ব্যাটসম্যানদের তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি সাইফ হাসানের, তিনি ১৭ ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে অবস্থান করছেন। এটাই বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং। প্রথম ম্যাচে ফিফটি ও তৃতীয় ম্যাচে ৩৩ করে তানজিদ এগিয়েছেন ৬ ধাপ। এছাড়া ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পারভেজ ১৮ ধাপ ও শামীম হোসেন ৮ ধাপ উন্নতি করেছেন।
উল্লেখ্য, আফগান সিরিজে সাইফ (৮২ রান) ও তানজিদ (৮৬ রান) পেয়েছেন একটি করে ফিফটি। পারভেজ করেছেন ৭০ রান আর শামীমের সংগ্রহ ছিল ৩৩।
এমআই