Advertisement
Us Bangla Airlines
২৩ কমিটির দায়িত্বে ২৩ পরিচালক, উপেক্ষিত ফারুক!

২৩ কমিটির দায়িত্বে ২৩ পরিচালক, উপেক্ষিত ফারুক!

খেলা ডেস্ক

০৭ অক্টোবর ২০২৫, ২০:১০

নির্বাচন সম্পন্নের পরদিনই পূর্ণাঙ্গ গতিতে কাজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ অনুষ্ঠিত হয়েছে নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা। যেখানে বিসিবির ২৩টি স্থায়ী কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ২৩ পরিচালককে। তবে বিস্ময়করভাবে কোনো কমিটিরই দায়িত্ব পাননি বিসিবির সহসভাপতি ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। 

বিপিএলের সাবেক চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক এবার বাদ পড়েছেন সব দায়িত্ব থেকে। এ বিষয়ে গণমাধ্যমকে বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেন, ‘স্বাভাবিকভাবেই বোর্ডে সভাপতিই সিদ্ধান্ত নেন কাকে কোথায় রাখবেন। এটা ওনার বিষয়—উনিই ভালো বলতে পারবেন।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই রেখেছেন ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে পরবর্তী বিপিএল আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি। নতুন বোর্ড গঠনের শুরুতেই এত বড় একটি আসর আয়োজনের দায়িত্বও চলে গেল বুলবুলের হাতে।

সাবেক অধিনায়ক ফারুক আহমেদ কেন কোনো কমিটিতে জায়গা পেলেন না—এ নিয়ে বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না এলেও অভ্যন্তরীণ নানা রাজনৈতিক সমীকরণ ও বোর্ড সভাপতির আস্থার বিষয়টি বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেকে।

নতুন বোর্ড কমিটিতে দায়িত্বে যারা

ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট অপারেশন্স: নাজমুল আবেদিন ফাহিম
ফাইন্যান্স: নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)
ডিসিপ্লিনারি: ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট: ইশতিয়াক সাদেক
টুর্নামেন্ট: আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক ক্রিকেট: আসিফ আকবর
গ্রাউন্ডস: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট: শানিয়ান তানিম
আম্পায়ার্স: ইফতেখার রহমান মিঠু
মার্কেটিং ও কমার্শিয়াল: শাখাওয়াত হোসেন
মেডিকেল: মোহাম্মদ মনজুর আলম
টেন্ডার ও পারচেস: আবুল বাশার (চেয়ারম্যান), হাসানুজ্জামান (ভাইস-চেয়ারম্যান)
মিডিয়া ও কমিউনিকেশন: আমজাদ হোসেন
অডিট: মুখলেসুর রহমান খান
নারী ক্রিকেট: আব্দুর রাজ্জাক
লজিস্টিকস ও প্রোটোকল: ইয়াসির মোহাম্মদ ফয়সাল
সিকিউরিটি: মেহেরাব আলম চৌধুরী
সিসিডিএম: আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফায়াজুর রহমান (ভাইস-চেয়ারম্যান)
ফিজিক্যালি চ্যালেঞ্জড: জুলফিকার আলী খান
হাই পারফরম্যান্স: খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স: রাহাত সামস
ওয়েলফেয়ার: মোকছেদুল কামাল
বিপিএল গভর্নিং কাউন্সিল: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), ইফতেখার রহমান (সদস্যসচিব)

এমআই