Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু

খেলা ডেস্ক

০২ অক্টোবর ২০২৫, ২২:৩৮

অভিষেকে হাফসেঞ্চুরি, দুর্দান্ত বোলিং আর শানদার আত্মবিশ্বাস—সব মিলিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। কলম্বোয় বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখেই হারাল নিগার সুলতানার দল।

ম্যাচের প্রথম ভাগেই জয়টা অনেকটা নিশ্চিত করে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। শুরুতেই ঝটপট উইকেট তুলে পাকিস্তানকে কোণঠাসা করে তোলেন তিন ‘আক্তার’—মারুফা, নাহিদা ও স্বর্ণা। পাকিস্তান অলআউট হয় মাত্র ১২৯ রানে, ৩৮.৩ ওভারে।

জবাবে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একটু নড়বড়ে হলেও সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে দুই ওপেনার ফিরলেও অভিষিক্ত রুবাইয়া হায়দার এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৭৭ রানের জুটি মেরুদণ্ড তৈরি করে দেয় রান তাড়ার।

৪৪ বলে ২৩ রান করে জ্যোতি আউট হলেও, ম্যাচ শেষ করে আসেন রুবাইয়া। অভিষেকে খেলেন ৭৭ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস, ৮টি চার দিয়ে সাজানো। সঙ্গ দেন সোবহানা মোস্তারি (২৪*), যিনি ১৯ বলেই রানগুলো তুলে ম্যাচ শেষ করেন ঝড়োভাবে।

এর আগে পাকিস্তান ইনিংসে প্রথম ওভারের শেষ দুই বলে মারুফা তুলে নেন দুই ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। তৃতীয় উইকেটে খানিকটা লড়াই করলেও নাহিদা আর স্বর্ণার ঘূর্ণিতে দ্রুত গুটিয়ে যায় পাকিস্তান।

স্বর্ণা আক্তারের বোলিং ছিল নজরকাড়া—৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট। নাহিদা ও মারুফা নেন ২টি করে উইকেট।