
পাকিস্তানকে উড়িয়ে দেওয়া মারুফার বড় উন্নতি
খেলা ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ১৭:৪১
ওয়ানডে বিশ্বকাপে নিজের অভিষেকেই বাজিমাত করে দিলেন মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এবার মিলেছে আইসিসির র্যাঙ্কিং পুরস্কারও। ৬ ধাপ এগিয়ে মারুফা এখন বোলারদের তালিকায় ৪১ নম্বরে, রেটিং পয়েন্ট ৪১১।
২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ নারী দল। সেই ম্যাচেই মারুফা ৭ ওভারে ৩১ রানে নেন ২ উইকেট। ম্যাচের প্রথম ওভারেই পরপর দুই বলে বোল্ড করেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। বিশেষ করে সিদরাকে যেভাবে আউট করেন, সেটিকে টুর্নামেন্টের সেরা ডেলিভারি বলেছেন কিংবদন্তি লাসিথ মালিঙ্গা।
মারুফার পাশাপাশি উন্নতি হয়েছে রাবেয়া খানেরও। এক ধাপ এগিয়ে এখন বোলারদের র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে অবস্থান করছেন তিনি, রেটিং পয়েন্ট ৫২৮। বাংলাদেশের সেরা অবস্থানে আছেন স্পিনার নাহিদা আক্তার, যিনি আগের মতোই ৯ নম্বরে (৬৩৩ পয়েন্ট)। পাকিস্তানের বিপক্ষে তিনি ২ উইকেট নেন, রাবেয়া নিয়েছিলেন ১টি।
নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। বোলারদের র্যাঙ্কিংয়ে টাইগ্রেসদের কিছুটা উন্নতি দেখা গেলেও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অবশ্য তেমন সুখবর নেই।
দুই ধাপ পিছিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এখন ২৭ নম্বরে (৫৬০ পয়েন্ট)। সুপ্তা পিছিয়েছেন তিন ধাপ, অবস্থান করছেন ৩১ নম্বরে (৫৩৯ পয়েন্ট)। অন্যদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা (৭৯১ পয়েন্ট), তার পরই নাটালি সাইভার ব্রান্ট (৭৩১) ও বেথ মুনি (৭১৩)।
এমআই