Advertisement
Us Bangla Airlines
আইএল টি-টোয়েন্টিতে জায়গা না পাওয়ায় অশ্বিনের নতুন সিদ্ধান্ত

আইএল টি-টোয়েন্টিতে জায়গা না পাওয়ায় অশ্বিনের নতুন সিদ্ধান্ত

খেলা ডেস্ক

০৩ অক্টোবর ২০২৫, ১৪:৪৩

আসন্ন বিগ ব্যাশ লিগের পুরো মৌসুমে খেলবেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সিডনি থান্ডারের সঙ্গে পূর্ণ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রথমে ধারণা করা হয়েছিল, শুধুমাত্র কিছু ম্যাচ ও প্লে-অফে অংশ নেবেন অশ্বিন। তবে একই সময় অনুষ্ঠিত হতে যাওয়া আইএল টি-টোয়েন্টির নিলামে জায়গা না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরব আমিরাতে হওয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকাকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়ায়নি।নিলামে দল না পাওয়ার হতাশা লুকাননি অশ্বিন। 

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটাই ছিল আমার ন্যূনতম চাওয়া। যদি আমার মূল্যায়ন না হয়, তবে আমি খুশি মনে না খেলাই পছন্দ করবো।’

তিনি আরও জানান, ‘আমি নিলাম থেকে সরে দাঁড়াতে চেয়েছিলাম থান্ডারের সঙ্গে চুক্তির কারণে। কিন্তু আইএল টি-টোয়েন্টিকে কথা দেওয়ায় অংশ নিয়েছিলাম। বেস প্রাইস কমাতেও আমি রাজি হইনি।’

ফলে আইএল টি-টোয়েন্টিতে জায়গা না পেয়ে পুরো বিগ ব্যাশ মৌসুমেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে এবারের বিগ ব্যাশ, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।

গত মৌসুমে সিডনি থান্ডার শেষ করেছিল তৃতীয় স্থানে। এবার অভিজ্ঞ অশ্বিনকে নিয়ে আরও ভালো কিছু করার আশায় রয়েছে ট্রেভর বেলিসের দল।

এমআই