Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপ থেকে কত টাকা পাবে ভারত-পাকিস্তান?

এশিয়া কাপ থেকে কত টাকা পাবে ভারত-পাকিস্তান?

খেলা ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৫

উপার্জনের প্রতি চোখ রেখেই বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখে আইসিসি। এশিয়া কাপেও দেখা মিলে একই ঘটনার। চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এরপর সুপার ফোর এবং আজ প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই এশিয়ান পরাশক্তি।

সাম্প্রতিক পরিসংখ্যানের বিচারে বেশ এগিয়ে রয়েছে ভারত। তবে নিজেদের দিনে পাকিস্তান জয় ছিনিয়ে নিতে সক্ষম। জয়-পরাজয়ের টানাটানির মাঝে এবার নজর থাকবে এশিয়া কাপের আর্থিক পুরস্কারের দিকেও। কারণ, গত আসরের তুলনায় এবারের এশিয়া কাপে প্রাইজমানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

টুর্নামেন্টের সমাপ্তি ম্যাচে চলে আসলেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রাইজমানি ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবুও আয়োজক কমিটির সূত্রের বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছে—চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল দেড় লাখ ডলার বা ১ কোটি ৮০ লাখ টাকা পাবে।

গত দুই আসরের তুলনায় এবারের প্রাইজমানি বৃদ্ধি বেশ চোখে পড়ার মতো। ২০২৩ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। তার আগের বছর, ২০২২ সালে প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। ফলে এবার প্রাইজমানি বেড়েছে প্রায় ৫০ শতাংশ, যা টুর্নামেন্টের ক্রমবর্ধমান বাণিজ্যিক গুরুত্বেরই প্রতিফলন।

আজ রাতেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। গ্যালারিতে থাকবেন প্রায় ২৮ হাজার দর্শক, আর সামনে থাকবে কোটি দর্শকের চোখ। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। মাঠের লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক দিকও আজকের ম্যাচে ভিন্ন মাত্রা যোগ করবে।

এমআই