
ব্যাটিং-বোলিং নয়, ম্যাচ জয়ে নতুন কৌশল জানালেন বুলবুল
খেলা ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭
নামের ভারে বড় দল না হলেও এশিয়া কাপে ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ জয়ের জন্য তিনি আলাদা এক কৌশলের কথাও জানিয়েছেন—তবে সেটা ব্যাটিং বা বোলিং নয়, বরং রানিং বিটুইন দ্য উইকেট ও ফিল্ডিং।
আজ (বুধবার) বিসিবির রান স্কোরিং কর্মশালায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বুলবুল। সেখান এশিয়া কাপ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি ম্যাচ জয়ের জন্য টাইগারদের বিশেষ কৌশলের কথাও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
বিসিবি সভাপতি বলেন, ‘এই ফরম্যাটে ব্যাটিং-বোলিং প্রায় সব দলই একই মানের। কিন্তু যারা রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি নেয় এবং ফিল্ডিংয়ে ১০ রান বাঁচায়, তারাই জেতে। ওই অতিরিক্ত ২৫ রানই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।’
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়াই করবে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা, যেখানে প্রতিপক্ষ কিছুটা হোম অ্যাডভান্টেজ পেতে পারে বলেও মন্তব্য করেন বুলবুল।
‘তারা তো এখানেই খেলে, কিছুদিন আগেও আবুধাবিতে ছিল, এখন শারজাহ। কাজেই কিছুটা সুবিধা পেতে পারে। তবে আমাদের খেলোয়াড়দের স্কিল সেট যথেষ্ট ভালো। যদি তারা সর্বোচ্চটা দিতে পারে, তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব’— বলেন সাবেক এই অধিনায়ক।
এমআই