
এশিয়া কাপে নতুন দায়িত্ব পেলেন নান্নু
খেলা ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১
হাতে গোনা কয়েক ঘণ্টা বাকি, এরপরই শুরু হবে এশিয়া কাপের নতুন আসর। নানা নাটকীয়তার পর সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে নতুন দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক যাবে মিনহাজুল আবেদিন নান্নু।
জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টেকনিক্যাল কমিটিতে যুক্ত হয়েছেন। বিষয়টি নান্নু নিজেই নিশ্চিত করেছেন। এসিসি থেকে আমন্ত্রণ পেলেও ভিসা জটিলতার কারণে এখনো আমিরাতে পৌঁছাতে পারেননি তিনি। আজ ভিসা হাতে পেলে রাতেই উড়াল দেওয়ার কথা রয়েছে তার।
জানা গেছে, এবারের এশিয়া কাপে পাঁচটি দেশ থেকে টেকনিক্যাল কমিটির সদস্য থাকছেন। নতুন ভূমিকায় এশিয়ার অন্যতম বড় এই ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে দায়িত্ব পালন করবেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এদিকে, এবারের এশিয়া কাপে প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর মুখোমুখি হবে হংকংয়ের। দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এমআই