Advertisement
Us Bangla Airlines
বিদেশি লিগে যে শর্তে খেলার অনুমতি পাচ্ছেন মুস্তাফিজ-সাকিব

বিদেশি লিগে যে শর্তে খেলার অনুমতি পাচ্ছেন মুস্তাফিজ-সাকিব

খেলা ডেস্ক

১৫ মে ২০২৫, ১৮:০৩

পাক-ভারত সংঘাতে ‘পৌষ মাস’ পেয়েছে বাংলাদেশের ২ ক্রিকেটার। গতকাল বিকেলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। একইদিনের সন্ধ্যায় সুসংবাদ দিয়েছেন সাকিব। পিএসএলের দল লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন বাংলাদেশের পোস্টার বয়।

আজ (বৃহস্পতিবার) বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন সাকিব-মুস্তাফিজ। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য না জানালেও এই দুই ক্রিকেটারকের অনাপত্তিপত্র দিতে চলেছে বিসিবি। 

এবার পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘মোস্তাফিজ তো জাতীয় দলে দলভুক্ত হয়ে ইতোমধ্যে দলের সঙ্গে আরব আমিরাত গেছে। আমাদের নিয়ম অনুযায়ী জাতীয় দলে সুযোগ পেলে খেলতে হয়।’

তিনি বলেন, ‘দিল্লি আমাদের কাছে মোস্তাফিজকে তাদের শেষ তিনটি ম্যাচে পাওয়ার অনুরোধ করেছে। আমাদের ১৭ ও ১৯ তারিখে ম্যাচ আছে, এরপর সে দিল্লির শেষ দুই ম্যাচ খেলতে পারবে।’

৬ কোটি রুপি পাবেন কি মোস্তাফিজ, নিয়ম কী বলে?

সাকিবের অনাপত্তির বিষয়ে এই পরিচালক বলেন, ‘সাকিবের পিএসএলে খেলা নিয়ে আমাদের মধ্যে কোনা আপত্তি নেই।’

আগামী শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। একই দিনে থেকে ফের মাঠে গড়াবে আইপিএল ও পিএসএল। মুস্তাফিজকে আমিরাত সিরিজ বাধ্যতামূলক খেলতে হলে দিল্লির প্রথম ম্যাচ (১৮ তারিখ অনুষ্ঠিত হবে) মিস করবেন তিনি।

ফলে আগামী ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল প্রত্যাবর্তন হতে পারে এই বাঁহাতির। অন্যদিকে, পিএসএলের প্রথম ম্যাচ থেকেই সাকিবকে লাহোরের ডাগ আউটে দেখা যাবে।

এমআই