Advertisement
Us Bangla Airlines
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক

১৪ মে ২০২৫, ১৭:০৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি ফাস্ট বোলারকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে অক্ষর প্যাটেলের দল।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। পাশাপাশি আইপিএল থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইপিএল ২০২৫ এর বাকি অংশ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক। ব্যক্তিগত কারণে তিনি চলতি আসরের আইপিএলে আর খেলবেন না। ফলে অজি ব্যাটারের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে সাইন করেছে দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে এর আগে ৫৭টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান, যেখানে ৬১টি উইকেট নিয়েছেন তিনি। সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজ ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন। তবুও চলতি মৌসুমের ড্রাফটে উপেক্ষিত ছিলেন এই ক্রিকেটার। এবার আইপিএলের মাঝপথে ডাক পেলেন তিনি।

এর আগে দিল্লি ক্যাপিটালস দলে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলা ২ মৌসুমে মোট ৯ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি ফাস্ট বোলার।

আইপিএলের চলতি মৌসুমের ড্রাফটে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে আচমকা দিল্লিতে ডাক পাওয়া এ বোলার ৬ কোটি রুপিতে খেলতে যাচ্ছেন। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে ২০০৯ সালে ছয় লাখ ডলার দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি টাকায় যা ছিল চার কোটি টাকা।

মোটা অঙ্কের টাকায় আইপিএল খেলতে গেলেও বেশি ম্যাচ পাবেন না মোস্তাফিজ। গ্রুপ পর্বে তাঁর দল দিল্লি ক্যাপিটালস আর মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পাবে। বর্তমানে ১১ ম্যাচ খেলা দিল্লির ৬ জয়ে রয়েছে ১৩ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান পঞ্চম। তাতে সেরা চারে থাকতে পারলে প্লে-অফে খেলবে মুস্তাফিজের দল।

এদিকে একাদশে সুযোগ পেতেও লড়াই করতে হবে বাংলাদেশি পেসারকে। দিল্লির একাদশে রয়েছেন দুই বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও থাঙ্গারাসু নটরাজন। তবে স্টার্ক শেষ পর্যন্ত আইপিএলে না ফিরলে একাদশে জায়গা পেতে পারেন মুস্তাফিজ। তবে সবকিছু নির্ভর করছে বিসিবির অনাপত্তি পত্রের ওপর। কারণ, চলতি মাসেই আমিরাত-পাকিস্তান সিরিজ খেলবে বাংলাদেশ।

এমআই