Advertisement
Us Bangla Airlines
পুনরায় চালু হলেও বিদেশি তারকাদের হারাচ্ছে আইপিএল

পুনরায় চালু হলেও বিদেশি তারকাদের হারাচ্ছে আইপিএল

খেলা ডেস্ক

১৩ মে ২০২৫, ১৯:৫৭

ভারত-পাকিস্তান সংঘাতের তীব্রতায় আচমকা বন্ধ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধ বিরতিতে  সম্মত হয়। সংঘাত বন্ধ হওয়ায় পুনরায় শুরু হচ্ছে আইপিএল। ইতোমধ্যে পরিবর্তিত সূচিও প্রকাশ করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী ১৭ জুন থেকে আইপিএলের বাকি অংশ শুরু হবে। যা শেষ হবে আগামী ৩ জুন। তারিখ প্রকাশ করলেও এখন পর্যন্ত ভেন্যু প্রকাশ করেনি রোহিতদের অভিভাবক সংস্থা। তবে সামরিক উত্তেজনা শেষে আইপিএল শুরু হলেও বিদেশি খেলোয়াড়ের সংকটে পড়তে যাচ্ছে জনপ্রিয় টুর্নামেন্টটি।

যুদ্ধবিরতির মধ্যেই আইপিএল নিয়ে তোড়জোড়,  বিদেশিদের নিয়ে শঙ্কা

ক্রিকেটারদের আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় অনেকেই আইপিএলের চলতি মৌসুমে দেখা যাবে না। আবার, যুদ্ধের ভীতি কাটিয়ে উঠতে না পারায় আরও কিছু বিদেশি ক্রিকেটারকে হারাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। এদের মধ্যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের না থাকার সম্ভবনা বেশি।

আগামী ২৯ মে থেকে মাঠে গড়াবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের দলে জায়গা পেয়েছেন আইপিএলে দল পাওয়া ইংল্যান্ডের পাঁচ ক্রিকেটার। জোফরা আর্চার, জ্যাকব বেথেল, জস বাটলার, উইল জ্যাকস ও জেমি ওভারটন আছেন ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে। একই সিরিজের কারণে ক্যারিবিয়ান দলের কিছু ক্রিকেটার আইপিএল ছাড়তে যাচ্ছেন।

আগামী মাসেই মাঠে গড়াচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ডের লর্ডসে আগামী ১১ জুন ফাইনালে মুখোমুখি হবে দক্ষিন আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সাদা পোশাকে সর্বোচ্চ শিরোপা জয়ের লড়াইয়ে ইতোমধ্যে উভয় দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। যে কারণে একাধিক তারকা ক্রিকেটারকে হারাবে আইপিএল।

লুঙ্গি এনগিডিকে দলে ফিরিয়ে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। একই স্কোয়াডে আছেন কর্বিন বশ, রায়ান রিকেলটন, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, ট্রিস্টান স্টাবস। প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এসব ক্রিকেটারদের পুনরায় ভারতে ফেরা অনিশ্চিত বলা চলে।

আইপিএলে ৩০০ রান হবে আজ, যেভাবে ফাঁস হলো এ খবর

ভারতের নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কিত ছিল অস্ট্রেলিয়া। যুদ্ধ পরবর্তী সময়ে অজি ক্রিকেটারদের ভারতে ফেরার সম্ভবনাই কম। এর মধ্যে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় ঘনিয়ে এসেছে। আজ ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন আইপিএলে খেলা ৫ ক্রিকেটার। এদের মধ্যে আছেন- প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জস ইংলিস, মিচেল স্টার্ক।

জাতীয় দলের ব্যস্ততা আর নিজেদের প্রস্ততি সারতে আইপিএলে এসব অজি তারকাদের না দেখা যাওয়ার সম্ভবনাই বেশি। একান্তই ভারতে ফিরলে ফাইনাল পর্যন্ত খেলবেন না কোনো ক্রিকেটার। সবমিলিয়ে আইপিএল পুনরায় চালু হলেও বিদেশি তারকাদের সংকট দেখা যাওয়ার সম্ভবনা বেশি।

এমআই