Advertisement
Us Bangla Airlines
আইপিএলে ৩০০ রান হবে আজ, যেভাবে ফাঁস হলো এ খবর

আইপিএলে ৩০০ রান হবে আজ, যেভাবে ফাঁস হলো এ খবর

খেলা ডেস্ক

১৭ এপ্রিল ২০২৫, ১৭:১৪

আইপিএল যেন প্রতিনিয়ত ব্যাটিং স্বর্গ হিসেবে আর্বিভূত হচ্ছে। প্রতি ম্যাচেই দেখা মিলছে মুড়ি-মুড়কির মতো রান। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে ২০০ রান করেও স্বস্তিতে থাকার সুযোগ নেই। প্রতিটি দলই দুই শতাধিক রান টপকানোর সামর্থ্য রাখে। তবে রান বন্যার আইপিএলে কখনোই ৩০০ রান দেখা যায়নি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসরেই দেখা মিলবে ৩০০ রানের। সম্প্রতি এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন প্রোটিয়া কিংবদন্তি ডেইল স্টেইন। দক্ষিণ আফ্রিকার সাবেক গতি দানব ৩০০ রানের ম্যাচ এবং তারিখও জানিয়েছেন। গত ২৩ মার্চ নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এ তথ্য জানান তিনি।

ডেইল স্টেইন লিখেছেন, ‘ছোট ভবিষ্যদ্বাণী। আগামী ১৭ এপ্রিল আইপিএলের ম্যাচে প্রথম ৩০০ রান হবে। কে বলতে পারে, এই ঘটনাটি দেখার জন্য আমিও হয়তো সেখানে উপস্থিত থাকতে পারি।’

আজ ১৭ এপ্রিল। প্রোটিয়া কিংবদন্তির ভবিষ্যদ্বাণী অনুযায়ী আজই আইপিএলে প্রথম ৩০০ রানের ইনিংস দেখা যেতে পারে। আশাজাগানিয়া এই ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দারাবাদ। সেক্ষেত্রে হায়দারাবাদের পক্ষে বাজি ধরতেই পারেন স্টেইন।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি স্কোর হয়েছে ২০২৪ সালের ১৫ এপ্রিল। আরসিবির বিপক্ষে সেই ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদ ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল। যেখানে অজি তারকা ট্রাভিস হেড সেঞ্চুরি করেছিলেন। অরেঞ্জ আর্মিরা ২৫ রানে ম্যাচ জিতেছিল। 

চলতি মৌসুমে হায়দারাবাদ দলে আছেন বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড। সঙ্গে রয়েছেন ইতিহাস গড়া সঙ্গী অভিষেক শর্মাও। আইপিএলের এবারের মৌসুমে হায়দারাবাদ মাত্র দুই জয় পেলেও সবশেষ ম্যাচে নিজেদের প্রতিভার জানান দিয়েছে। পাঞ্জাবের দেওয়া ২৪৬ রানের লক্ষ্য ১৮.৩ ওভারেই টপকেছে অরেঞ্জ আর্মিরা।

আজ মুম্বাইয়ের বিপক্ষে আরেকবার হায়দারাবাদের বিধ্বংসী ব্যাটিং দেখতে চাইবে ভক্তরা। কে জানে, ডেইল স্টেইনের ভবিষ্যদ্বাণীর ৩০০ রান আজ দেখাও যেতে পারে।

এমআই