
আইপিএলে চিয়ারলিডারদের পারিশ্রমিক কত, জানলে অবাক হবেন
খেলা ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ১৮:৪০
বিশ্বের সবচেয়ে সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। অর্থের ঝনঝানিতে বাকি সব ফ্র্যাঞ্চাইজি থেকেও এগিয়ে ভারতের এই টুর্নামেন্ট। এক একটা দলের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করে ফ্র্যাঞ্চাইজিগুলো। নামিদামি খেলোয়াড় কেনার পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের জন্যেও আলাদা ব্যবস্থা রাখে আইপিএলের দল।
দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিতে প্রতিটি ম্যাচেই দেখা মিলে চিয়ারলিডারদের। তাঁদের নাচ-গানে ম্যাচের আনন্দের মুহূর্তগুলো আরও জমে ওঠে। এমনকি বিরতির সময়েও দর্শকদের মনোরঞ্জনের অন্যতম আকর্ষণ চিয়ারলিডাররা। আইপিএলে নেচে-গেয়ে ঠিক কতটা পারিশ্রমিক পান এসব মনোরঞ্জনকারী?
ভারতের একাধিক সংবাদমাধ্যমের বরাত জানা যায়, প্রতি ম্যাচে ১২-২৫ হাজার ভারতীয় রুপি পেয়ে থাকেন চিয়ারলিডাররা। ইউরোপের বিভিন্ন ছোট-বড় শহর থেকে এজেন্সি মারফত আইপিএলের মঞ্চে এসে পৌঁছান তারা। প্রায় ১৭-২০ লাখ রুপির প্যাকেজে তারা আইপিএলে নাচ-গান করে থাকেন।
চিয়ারলিডারদের কোন টিম কত পারিশ্রমিক দেয়?
চিয়ারলিডারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ প্রতি ২৪ হাজার রুপি প্রদান করে শাহরুখ খানের দল। এছাড়া আরসিবি এবং মুম্বাই দলের চিয়ারলিডাররা গড়ে ২৪ হাজার রুপি পেয়ে থাকেন। তবে বাকি দলের চিয়ারলিডারদের পারিশ্রমিক কম। চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস তাদের চিয়ারলিডারদের ম্যাচ প্রতি ১২ হাজার রুপি করে পারিশ্রমিক দেয়। এছাড়া অন্যান্য দলগুলো ১০-১৫ হাজারের মধ্যে পারিশ্রমিক দিয়ে থাকে।
চিয়ারলিডাররা যত সুবিধা পেয়ে থাকেন
নির্দিষ্ট পারিশ্রমিক ছাড়াও বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন চিয়ারলিডাররা। নিজেদের দল কোয়ালিফাই করলে এবং ফাইনাল খেললে পারিশ্রমিকের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া তাদের জন্য আলাদা বোনাসও ঘোষণা করে দলগুলো। পাশাপাশি বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ, আর দলের খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা তো থাকছেই।
এমআই