
লজ্জার নতুন রেকর্ডে নাম লেখালো ধোনির চেন্নাই
খেলা ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ১৮:২০
আইপিএলে চেন্নাই সুপার কিংস মানেই যেন মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলে ১৮ আসরের ১৬টাই এই দলের হয়ে খেলেছেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। চেন্নাই নিষিদ্ধ হওয়ায় বাকি দুটো মৌসুম খেলেছেন রাইজিং পুনের জার্সিতে।
চেন্নাই দলে ধোনির জন্য দর্শকদের আলাদা উন্মাদনাও লক্ষ্যণীয়। স্টেডিয়ামে বসে ধোনির ব্যাটে একটা বাউন্ডারি দেখতে চেন্নাইয়ের বাকি ব্যাটারের দ্রুত আউট কামনা করেন দর্শকেরা। সেই ধোনির থেকেই ২০২২ সালে নেতৃত্ব সরিয়ে নেয় সিএসকে। ধোনির পরিবর্তে চেন্নাইয়ের অধিনায়কত্ব করেন রবীন্দ্র জাদেজা।
তবে অধিনায়ক জাদেজা নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে টুর্নামেন্টের মাঝ পথে তার থেকে নেতৃত্ব সরিয়ে ধোনিকে দেওয়া হয়। এর এক মৌসুম পর আবারও চেন্নাইয়ের অধিনায়কত্বে পরিবর্তন আসে। সিএসকের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পান টপ অর্ডার ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়।
আইপিএলের এবারের আসর শুরু হতেই চোটে পড়েন রুতুরাজ। প্রথমে এক ম্যাচের বিশ্রামের কথা শোনা গেলেও পরবর্তীতে আইপিএল থেকেই ছিটকে পড়েন তিনি। ফলে চেন্নাইয়ের আর্ম ব্যান্ড পরে আবারও মাঠে ফিরেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল কলকাতার বিপক্ষে ধোনির অধিনায়কত্বে প্রথম ম্যাচে খেলে চেন্নাই।
বুদ্ধিমত্তা আর সাফল্যে বাকিদের তুলনায় শীর্ষে থাকা ধোনি কলকাতার বিপক্ষে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারেননি। রান বন্যার আইপিএলে মাত্র ১০৩ রানে অলআউট হয় চেন্নাই। বিপরীতে অর্ধেক ওভার হাতে রেখে ম্যাচ জিতে নেয়ে কলকাতা।
রাহানেদের বিপক্ষে হারার পর টানা ৫ পরাজয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে এবারই প্রথম টানা ম্যাচ হারলো ধোনির দল। অধিনায়কত্বের নতুন মাইলফলকের দিনে চেন্নাই এমন হার ধোনির জন্য বিব্রতকর রেকর্ডও বটে।
আইপিএলের চলতি আসরে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জিতেছিল চেন্নাই। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং সবশেষ কলকাতার বিপক্ষে হেরেছে ধোনিরা। টানা ৫ হারে ধোনিদের জন্য প্লে-অফ ওঠাও বেশ কঠিন হয়ে পড়েছে।
এমআই