Advertisement
Us Bangla Airlines
টানা ৪ হারের পর চেন্নাইয়ের চমক, নেতৃত্বে ফিরলেন ধোনি!

টানা ৪ হারের পর চেন্নাইয়ের চমক, নেতৃত্বে ফিরলেন ধোনি!

খেলা ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ২০:০৫

আইপিএলের ১৮তম আসরে যেন নিজেদের ছায়া খুঁজে বেড়াচ্ছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। টুর্নামেন্টের শুরুর ম্যাচের পর টানা ৪ ম্যাচ হেরেছে পাঁচবারের শিরোপা জয়ী দলটি। টানা হারের মাঝে নতুন দুঃসংবাদ দিল চেন্নাই। ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন দলটির নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই। পাশাপাশি নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে দলটি। আইপিএলের বাকি ম্যাচগুলিতে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনি। আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ম্যাচ দিয়ে ধোনির প্রত্যাবর্তন শুরু হবে।

নিজেদের পাতা ফাঁদে আটকা পড়লো ধোনিরা!

চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে খেলতে পারবেন না। কনুইয়ের চোটের কারণে গোটা আইপিএল থেকেই বাদ তিনি। সেই জায়গায় চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।

গত ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে জোফরা আর্চারের বল রুতুরাজের কনুইয়ে লেগেছিল। সেই চোটেই পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। তার জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ফেরানো হলো অভিজ্ঞ ধোনিকে। চেন্নাইকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন তিনি।

আসরের মাঝ পথে নেতৃত্ব নেওয়া ধোনির জন্য মোটেও সহজ হবে না। আইপিএলের এবারের আসরে মাত্র ১ ম্যাচ জেতা চেন্নাইয়ের পয়েন্ট ২। তালিকাতেও বেশ তলানিতে অবস্থান করছে তারা। দশ দলের মধ্যে ধোনিদের অবস্থান নবম। ফলে প্রত্যাবর্তনের গল্প লিখতে ধোনিকে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে।

এর আগে ২০২২ সালে সিএসকের নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন ধোনি। সেই সময় রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ফলাফল ভালো না হওয়ায় মৌসুমের মাঝে ফেরানো হয়েছিল অধিনায়ক ধোনিকে। তবে নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর চোটের কারণে জাদেজা সেবার আর খেলতে পারেননি।

এমআই