
নিজেদের পাতা ফাঁদে আটকা পড়লো ধোনিরা!
খেলা ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ২০:২৬
নীচু এবং মন্থর প্রকৃতির পিচ হিসেবে পরিচিত চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে চেন্নাই সুপার কিংস। আইপিএল ক্যারিয়ারের লম্বা সময় চেন্নাইতে কাটিয়ে দেওয়া মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজাদের এই ভেন্যুর প্রতিটি আচরণ এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সেই ধোনিরাই হোম ভেন্যুর সুবিধা নিতে গিয়ে নিজেদের ফাঁদে আটকে যাচ্ছেন।
চিপকে মন্থর প্রকৃতির পিচ হওয়ায় সাধারণত স্পিনাররা বাড়তি সুবিধা নিয়ে থাকেন। একই পিচে বাড়তি সুবিধা পান ধীর গতিতে বল করতে পারা পেসাররা। গেল বছর বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজকে হোম ভেন্যু বিবেচনায় দলে ভিড়িয়েছিল চেন্নাই। চিপকে নিজের প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে উজ্জ্বল স্বাক্ষর রেখেছিলেন মোস্তাফিজ। পুরো আসরে চিপকে খেলা ম্যাচে প্রতিপক্ষকে বেশ ভুগিয়েছিলেন কাটার মাস্টার।
চলতি আসরে মোস্তাফিজকে ছেড়ে দিলেও অলরাউন্ডারসহ ৬ জন স্পিনার এবং স্লোয়ারে অভিজ্ঞ একাধিক ফাস্ট বোলারকে নিয়ে দল সাজিয়েছে সিএসকে। তবে ধীর গতির পিচ হওয়ায় চিপকে প্রতিপক্ষরা চেন্নাইকেই স্পিন নিয়ে দিয়ে আটকে রাখছে।
পরিসংখ্যান বলছে, আইপিএলের গত আসরে নিজেদের হোম ভেন্যুতে ৭ ম্যাচ খেলেছিল চেন্নাই সুপার কিংস। যেখানে প্রতিপক্ষের স্পিনারদের আঘাতে চিপকে ১২ উইকেট হারিয়েছিল ধোনির দল। এর মধ্যে চেন্নাইয়ের মোকাবিলা ৩২ শতাংশ ওভারই ছিল স্পিন বোলিং।
চলতি আসরে চিপকে সেই স্পিন ফাঁদ যেন আরও কার্যকরী হয়ে ওঠেছে। এবারের মৌসুমে চিপকের চিদাম্বরম স্টেডিয়ামে মাত্র ৩ ম্যাচ অনুষ্ঠিত হলেও সেখানে প্রতিপক্ষের স্পিন ঘূর্ণিতে ৯ উইকেট হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এমনকি চিপকের মাঠে আগের তুলনায় স্পিন বোলারদের ওভার বাড়িয়েছে চেন্নাইয়ের প্রতিপক্ষরা। এবারের আসরে চিপকে প্রায় ৫৭ শতাংশ স্পিন ওভার মোকাবিলা করেছে হলুদ জার্সিধারীরা।
নিজেদের হোম ভেন্যুতে আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল রুতুরাজ গায়কোয়াড়ের দল। যেখানে দিল্লির মোট ৯ ওভারের স্পিন বোলিং সামলাতে হয়েছে ধোনীদের। এসব ওভার থেকে মাত্র ৬২ রান তুলতে পেরেছিল চেন্নাই সুপার কিংস। বিপরীতে হারাতে হয়েছে ৩টি মূল্যবান উইকেট। সবমিলিয়ে নিজেদের হোম ভেন্যুর স্পিন ফাঁদেই যেন আটকা পড়েছে চেন্নাই দল।
এমআই