
ফিফটির রেকর্ডে নাম লেখালেন লিটন
খেলা ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ২২:৫৪
২৬ বলে ফিফটি হাঁকিয়েছেন লিটন কুমার দাস। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে ২৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। সফরকারী দলটির বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন এই ক্রিকেটার, যা টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম ফিফটি।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১৩টি ফিফটি করেছেন কেবল সাকিব আল হাসান। এই কীর্তি অর্জন করতে খেলেছিলেন ১২৯টি ম্যাচ খেলেছেন তিনি। তবে মাত্র ১০৮ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।
ম্যাচ জয়ের দিনে যৌথভাবে সর্বোচ্চ ফিফটি করার তালিকায় নাম লিখিয়েছেন তিনি। লিটনের এমন মারকুটে ইনিংসের ফলে চলতি সিরিজেই তিনি সাকিবের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন। এছাড়া, এই ফর্ম যদি বজায় থাকে, তাহলে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের জন্য তা হতে পারে আত্মবিশ্বাসের বড় উৎস।
আজকের ম্যাচে নেদারল্যান্ডস আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা। জবাবে লিটন-তামিমের ব্যাটে সহজেই লক্ষ্য পার করে নেয় বাংলাদেশ। ম্যাচে সেরা বোলার হয়েছেন তাসকিন আহমেদ, যিনি ২৮ রানে ৪ উইকেট শিকার করেন।
ভারত নির্ধারিত সফর স্থগিত করায় এশিয়া কাপের আগে প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসকে ডেকে আনে বাংলাদেশ। সেই প্রস্তুতির প্রথম পর্বে বড় জয়ই পেল বাংলাদেশ।
এমআই