
৪ রেকর্ডে নাম লেখানোর অপেক্ষায় লিটন দাস
খেলা ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১৯:০০
শ্রীলঙ্কা জয়ের পর এবার পাকিস্তান বধের পালা। তিন ম্যাচ সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটনের নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজের দলটাই খেলবে পাকিস্তানের বিপক্ষে। নতুন সিরিজের জন্য আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। একদিন পরেই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।
পাকিস্তান সিরিজকে ঘিরে ৪টি কীর্তিতে নিজের নাম আরও উজ্জ্বল করার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। নতুন মাইলফলকে নাম লেখাতে হলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করতে হবে টাইগার অধিনায়ককে। শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ম্যাচের ফর্ম দেখে লিটনের ওপর ভরসা রাখাই যায়।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সাকিব আল হাসান। ১১ ম্যাচে ৪০ গড়ে ৩৬০ রান করেছেন তিনি। সাকিবের পরেই ২৩৫ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। যেখানে লিটনের রান ২১০। পাকিস্তানের বিপক্ষে মাত্র ২৬ রান করলেই তামিমকে ছাড়াবেন লিটন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংখ্যায় তামিমকে ছাড়িয়ে তৃতীয় স্থানে রয়েছেন লিটন দাস। পাকিস্তান সিরিজ দিয়ে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ রয়েছে লিটনের সামনে। ২৪৪৪ রান করে এই তালিকায় দ্বিতীয় মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ১৬৯ রান করতে পারলেই তাকে ছাড়াবেন টাইগার অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের 'মক্কা' খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ রান (৮০৪) মাহমুদউল্লাহ রিয়াদের। ৫৪৭ ও ৫১০ রান করে তালিকার দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।
পাকিস্তান সিরিজে মাত্র ৩৮ রান করলেই মিরপুরের ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন বাংলাদেশের দলপতি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গেল বছর টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানানো এই ব্যাটার ৭৭টি ছক্কা মেরেছেন। যেখানে লিটন হাঁকিয়েছেন ৭১টি। পাকিস্তান সিরিজে মাত্র ৭টি ছক্কা হাঁকাতে পারলেই এ তালিকায় শীর্ষে ওঠবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
এমআই