Advertisement
Us Bangla Airlines
সুখবর পেলেন লিটন-রিশাদ-শরিফুল

সুখবর পেলেন লিটন-রিশাদ-শরিফুল

খেলা ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ১৭:৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই ভালো বোলিং করেছেন রিশাদ হোসেন। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে ২৪ রানে ১ উইকেট নেন এই লেগ স্পিনার। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে ৩.২ ওভারে ১৮ রানে ৩ উইকেট নেন তিনি। দুই ম্যাচে ৪ উইকেট শিকার করে সুখবর পেয়েছেন এই লেগ স্পিনার।

আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে বেশ বড় লাফ দিয়েছেন তিনি। আজ (বুধবার) আইসিসি থেকে প্রকাশিত হালনাগাদ টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন রিশাদ। বিশ ওভারের ক্রিকেটে এটাই রিশাদের সেরা অবস্থান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন রিশাদ। তবে পিএসএল খেলেও জাতীয় দলের সিরিজে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি। ফলে রান খরুচে রিশাদের র‌্যাঙ্কিংয়ে অবনতি ঘটে। লঙ্কা সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে রিশাদের অবস্থান ছিল ২৯তম। তবে সিরিজের মাঝপথেই হয়েছে উন্নতি।

এর আগে গত বছর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর ১৭ নম্বরে উঠেছিলেন রিশাদ হোসেন। পুনরায় বোলারদের একই র‌্যাঙ্কিংয়ে জায়গা নিয়েছেন তিনি। রিশাদের পাশাপাশি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শরিফুলের উন্নতি হয়েছে। ২০ ধাপ এগিয়ে ৫৭তম স্থানে উঠে এসেছেন তিনি। 

এদিকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আহামরি পরিবর্তন নেই। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়েছেন লিটন দাস। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে তার অবস্থান ৪৫তম। ওপেনার পারভেজ হোসেন ইমন ১২ ধাপ উন্নতি করে ৮৫তম স্থানে উঠে এসেছেন।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তার অবস্থান ৩৯ তম। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে ২৯ করার পাশাপাশি ১টি উইকেট নেন তিনি। পরের ম্যাচে ব্যাট হাতে রান না পেলেও বল হাতে শিকার করেছিলেন দাসুন শানাকার উইকেট।

এমআই