
বিগ ব্যাশে কবে-কোথায় খেলবে রিশাদের দল
খেলা ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১৫:৪০
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) সূচি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ১০টি ম্যাচ। আগামী ১৪ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। টাইগার লেগ স্পিনার রিশাদের দল হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ আগামী ১৬ ডিসেম্বর।
ওভালের জনপ্রিয় স্টেডিয়াম নিনজায় সিডনি থান্ডারের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। গ্রুপ পর্বের দশ ম্যাচের পাঁচটিই ওভালে খেলবে রিশাদেরা। এছাড়া এমসিজি, গাবা, অপটাস, সিডনি ও এসসিজিতে ভিন্ন প্রতিপক্ষের লড়াই করবে রিশাদের দল।
সবমিলিয়ে আসন্ন বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। যেখানে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে পার্থের অপ্টাস স্টেডিয়ামে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হবে। যেখানে লড়বে টুর্নামেন্টর অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি স্বাগতিক পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স।
টুর্নামেন্টের প্রথম রাউন্ড ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর ২০ জানুয়ারি কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি নকআউট ও ২৩ জানুয়ারি চ্যালেঞ্জার ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা টানবে বিগ ব্যাশের ১৫তম আসর। গ্রুপ পর্বে যথাক্রমে ১৬, ১৮, ২১, ২৬ ও ২৯ ডিসেম্বর এবং ১, ৩, ৯, ১১ ও ১৪ জানুয়ারিতে খেলবে রিশাদেরা।
বিগ ব্যাশে গেল মৌসুমে ডাক পেয়েছিলেন বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। টাইগার স্পিনারকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। কিন্তু বিপিএলের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় খেলতে যেতে পারেননি। রিশাদ না গেলেও এবারের ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।
চলতি আসরে একই সময়ে বিগ ব্যাশ ও বিপিএল অনুষ্ঠিত হবে। তাতে রিশাদ অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত বিসিবির অনাপত্তিপত্র পেয়ে বিগ ব্যাশে অংশ নিলে রিশাদ হবেন বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার। এর আগে বিগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান।
২০২৫-২৬ বিগ ব্যাশে হোবার্টের ম্যাচসূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
---|---|---|
১৬ ডিসেম্বর | সিডনি থান্ডার | ওভাল |
১৮ ডিসেম্বর | মেলবোর্ন স্টারস | এমসিজি |
২১ ডিসেম্বর | মেলবোর্ন রেনেগেডস | গাবা |
২৬ ডিসেম্বর | পার্থ স্কচার্স | অপটাস |
২৯ ডিসেম্বর | মেলবোর্ন রেনেগেডস | ওভাল |
১ জানুয়ারি | পার্থ স্কচার্স | ওভাল |
৩ জানুয়ারি | সিডনি থান্ডার | সিডনি |
৯ জানুয়ারি | অ্যাডিলেড স্টাইকার্স | ওভাল |
১১ জানুয়ারি | সিডনি সিক্সার্স | এসসিজি |
১৪ জানুয়ারি | ব্রিসবেন হিট | ওভাল |
এমআই