Advertisement
Us Bangla Airlines
৩০০ দিন পর মুশফিকের প্রত্যাবর্তন

৩০০ দিন পর মুশফিকের প্রত্যাবর্তন

খেলা ডেস্ক

১৭ জুন ২০২৫, ১৮:৩৩

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিলো না মুশফিকের। টেস্ট কিংবা ওয়ানডে- উভয় ফরম্যাটেই রান সংকট কাটাতে পারছিলেন না। চ্যাম্পিয়নস ট্রফিতে ডাহা ব্যর্থ হওয়ার পর অভিমানে ওয়ানডেকে বিদায় বলে দিয়েছেন এই ক্রিকেটার। বর্তমানে শুধু টেস্ট ক্রিকেটটাই খেলছেন তিনি।

সাদা পোশাকের ক্রিকেটেও ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন মুশফিকুর রহিম। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ব্যর্থ হয়েছেন এই ক্রিকেটার। তাতে সমালোচনায় ছেয়েছে পুরো দেশ। টাইগার ভক্তদের বিরূপ প্রতিক্রিয়া মাথায় নিয়ে শ্রীলঙ্কায় খেলতে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

লঙ্কানদের বিপক্ষে মুশফিকের ব্যাট বরাবরই হেসেছে। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি রান করেছেন এই ক্রিকেটার। তাতে টিম ম্যানেজমেন্টসহ ভক্তরাও আশায় দানা বেঁধেছেন। এবার তারই প্রমাণ দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ বাউন্ডারিতে ১৭৬ বলে শতকের দেখা পেয়েছেন তিনি। এক ডাবল সেঞ্চুরিসহ লঙ্কানদের বিপক্ষে মুশফিকের শতকের সংখ্যা মোট চারটি। তবে সাদা পোশাকের ক্রিকেটে সবমিলিয়ে এক ডজন সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ক্রিকেটার। তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মুমিনুলের–১৩টি।

কুক-রুটকে ছাড়িয়ে আরও ওপরে মুশফিকুর রহিম

টেস্ট ক্রিকেটে গেল বছর সবশেষ সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের মাটিতে ১৯১ রান করার পর আর রানের দেখা পাচ্ছিলেন না তিনি। এমনকি ৩০০ দিন পর টেস্টে আজ প্রথম ফিফটির দেখা পেয়েছেন মুশফিক। এরপর সেই ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন তিনি।

এমআই