Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে বাংলাদেশের সাত ম্যাচ, কবে-কোথায় খেলবেন জ্যোতিরা?

বিশ্বকাপে বাংলাদেশের সাত ম্যাচ, কবে-কোথায় খেলবেন জ্যোতিরা?

খেলা ডেস্ক

১৬ জুন ২০২৫, ১৪:৩২

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সামনে সরাসরি খেলার সুযোগ ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বছরের শুরুতে সিরিজ হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে জ্যোতির দল। এরপর বাছাইপর্বে কাঠখড় পুড়িয়ে এবং ভাগ্য সহায়তায় পুনরায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল।

আগামী ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই স্বাগতিক দল ভারত এবং শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর।

শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। সবমিলিয়ে চার ভেন্যুতে মোট সাত ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। যার তিন ম্যাচই অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমেই। এই ভেন্যুতে ১০, ১৩ ও ১৬ অক্টোবর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এর আগে আগামী ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে জ্যোতিরা। কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আয়োজক ভারতের বিপক্ষে রাউন্ড-রবিন পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা। বেঙ্গালুরুতে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ম্যাচ।

পাঁচ ভেন্যুতে আয়োজিত হবে বিশ্বকাপ, সূচি চূড়ান্ত

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় হাইব্রিড মডেলে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। যদি সেমিতে উঠতে পারে পাকিস্তান, সেক্ষেত্রে ২৯ অক্টোবর কলম্বোতে হবে প্রথম সেমিফাইনাল। তা না হলে প্রথম সেমিফাইনাল হবে গুয়াহাটিতে। বেঙ্গালুরুতে হবে দ্বিতীয় সেমিফাইনাল। 

ফাইনালের ক্ষেত্রেও দুটি ভেন্যুর নাম বিবেচনায় রাখা হয়েছে। পাকিস্তানহীন ফাইনাল হলে সেক্ষেত্রে ভেন্যু হবে বেঙ্গালুরু। যদি পাকিস্তান ওঠে, তখন ফাইনাল হবে কলম্বোতে। আগামী ২ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সূচি

প্রতিপক্ষ ভেন্যু তারিখ শুরুর সময়
পাকিস্তান কলম্বো ২ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিট
ইংল্যান্ড গুয়াহাটি ৭ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিট
নিউজিল্যান্ড বিশাখাপত্তনম ১০ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিট
দক্ষিণ আফ্রিকা বিশাখাপত্তনম ১৩ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিট
অস্ট্রেলিয়া বিশাখাপত্তনম ১৬ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিট
শ্রীলঙ্কা কলম্বো ২০ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিট
ভারত বেঙ্গালুরু ২৬ অক্টোবর বেলা ৩টা ৩০ মিনিট

এমআই