Advertisement
Us Bangla Airlines
অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়া কাপ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়া কাপ

খেলা ডেস্ক

০২ জুন ২০২৫, ১৭:৫৬

নারী ইমার্জিং এশিয়া কাপ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও স্বাস্থ্যগত ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আজ (২ জুন) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এসিসি।

আগামী ৬ জুন শ্রীলঙ্কায় নারী ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশটিতে বর্তমানে ভারি বর্ষণের পাশাপাশি চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপাতত তা স্থগিত করা হয়েছে।

স্বর্ণার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ

বিবৃতিতে এসিসি জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভার পক্ষ থেকে পাঠানো একটি চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে এসএলসির প্রধান জানান, শ্রীলঙ্কায় প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়ার কারণে স্বাস্থ্যগত ঝুঁকি বেড়ে চলেছে।

ফলে আগামী ৬ জুন লঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট অনতিবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি লেগস্পিনারের আরও উন্নতি

এশিয়া কাপ স্থগিত হওয়া প্রসঙ্গে এইসিসির সভাপতি মোহসিন রেজা নকভি বলেন, ‘নারী ক্রিকেটারদের দক্ষতা গঠনের সুযোগ দেওয়া এবং তাদের সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিবেশ তৈরি করা আমাদের অগ্রাধিকার। কারণ, এই টুর্নামেন্টটি এশিয়ার নারী ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে একটি কৌশলগত গুরুত্ব বহন করে।’

স্থগিত হওয়া এ টুর্নামেন্ট কবে শুরু হবে সেই ইস্যুতে এসিসি প্রধান আরও বলেন, ‘টুর্নামেন্টটি শুরু করার জন্য আমরা দ্রুতই একটি নতুন সময়সূচি নির্ধারণে কাজ করব।’

এমআই