
উইজডেনের সেরা ১৫-তে বাংলাদেশের দুই সিরিজ
খেলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১৪:৫৩
সাদা পোশাকের ক্রিকেটে ২৫ বছর পার করছে বাংলাদেশ। দুই যুগের বেশি সময় পার করলেও এখনো ২৫টি টেস্ট ম্যাচ জিততে পারেনি টাইগাররা। ক্রিকেটের রাজকীয় এই সংস্করণে তবুও বাংলাদেশের সেরা কিছু জয় রয়েছে। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সেরা ১৫-তে জায়গা পেয়েছে এমন দুই টেস্ট সিরিজ।
গতকাল বৃহস্পতিবার একবিংশ শতাব্দীতে সেরা ১৫ টেস্ট সিরিজের একটি তালিকা প্রকাশ করেছে উইজডেন। এই তালিকায় বাংলাদেশের যে দুটি সিরিজ রয়েছে, সেই দুই সিরিজে পারফরম্যান্স ছিল না আশানুরূপ। তালিকায় থাকা দুটি সিরিজই বাংলাদেশ খেলেছে ঘরের মাঠে। ১৫ নম্বরে রয়েছে ২০২১ সালের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ।
The 2025 Anderson-Tendulkar Trophy was full of unmissable drama
চট্টগ্রামের মাটিতে জয়ের আশায় থাকা সেই সিরিজ বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্সের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে শেষ ম্যাচে পরাজয় বরণ করে টাইগাররা। সেরা দশের মধ্যে বাংলাদেশের ২০১৬ সালের টেস্ট সিরিজ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছে।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিততেই পারত বাংলাদেশ। তবে চট্টগ্রামে মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট ম্যাচটা বাংলাদেশ হারে ২২ রানে। একপ্রান্তে সাব্বির রহমান দাঁড়িয়ে থেকে দেখেছেন দলের তীরে এসে তরী ডোবার মতো ঘটনা। মাত্র ২২ রানে সেই ম্যাচ জিতেছিল ইংলিশরা।
মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখে ইংল্যান্ড। দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নিয়েছেন টাইগারদের বর্তমান ওয়ানডে অধিনায়ক। মিরপুরে বাংলাদেশের ১০৮ রানের জয়ে তিনিই ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। সিরিজে ১৯ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।
এছাড়া একবিংশ শতাব্দীতে উইজডেনের দৃষ্টিতে সেরা টেস্ট সিরিজ ২০২০-২১ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফি। গ্যাবায় লেখে ঋষভ পন্তের ব্যাটে সেদিন ইতিহাস লেখেছিল ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতেছিল ২-১ ব্যবধানে। সম্প্রতি শেষ হওয়া ৭১৮৭ রানের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি রয়েছে তালিকার পাঁচ নম্বরে।
এমআই