
ব্যাটারকে বোল্ড করায় বিশ্বরেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড সিরিজ!
খেলা ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১২:৫৪
অফস্টাম্পে লো ফুলটস বল, চাইলেই কাভারে খেলতে পারতেন ইংলিশ ব্যাটার গাস অ্যাটকিনসন। কিন্তু সুইপ খেলতে গিয়ে বলের গতির সঙ্গে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। তাতেই স্টাম্পে আঘাত হানে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বল। অ্যাটকিনসনকে বোল্ড করার মাধ্যমে ৭৫৭৯ দিনের রেকর্ড ভেঙে ৬ রানের জয় পায় ভারত।
সিরিজের শেষ ম্যাচে প্রতিপক্ষের ২০ উইকেটই তুলেছে শুভমান গিলের সতীর্থরা। যার ২৫ শতাংশই বোল্ড আউট। এমনকি সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে উভয় দেশের ব্যাটাররা মোট ৪৫ বার বোল্ড আউট হয়েছে। এর মধ্যে ২৯ বারই প্রতিপক্ষকে ‘ক্লিন বোল্ড’ করেছে ভারত। যা একুশ শতকে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি বোল্ড আউটের ঘটনা।
এর আগে ২০২৪ সালে ভারত সফর করে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে মোট ৩৯টি বোল্ড আউটের ঘটনা ঘটেছিল। সেবার ভারতীয় স্পিনাররা দুর্দান্ত ছন্দে ছিলেন। বিশেষ করে ঘরের মাঠে সহায়ক উইকেট পেয়ে বারবার ইংলিশ ব্যাটসম্যানদের স্টাম্প উপড়ে দিয়েছিলেন।
২০০৫ সালে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরে ৩৮টি বোল্ড আউট হওয়ার ঘটনা ঘটেছিল। ঐতিহাসিক সেই অ্যাশেজ সিরিজে সাইমন জোন্স, অ্যান্ড্রু ফ্লিনটফ, ব্রেট লি ও শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরা দুর্দান্ত বল করেছিলেন, যার ফলে বারবার ব্যাটসম্যানদের বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছিল।
এছাড়া, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে ব্যাটাররা ৩৬ বার বোল্ড আউট হয়েছিলেন। সেই সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজার স্পিন ঘূর্ণিতে টিকতেই পারেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। অশ্বিন একাই দক্ষিণ আফ্রিকার ৩১টি উইকেট শিকার করেছিলেন। জাদেজার শিকার ছিল ২৩টি উইকেট।
এমআই