
৭৫৭৯ দিনের রেকর্ড ভেঙে ভারতের অবিশ্বাস্য জয়
খেলা ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৭:৩৩
ম্যাচটা হাতের মুঠোয় নিয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, হাতে ৪ উইকেট। এমন সমীকরণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল ইংল্যান্ড। তবে পঞ্চম দিনের শুরুতে দশ রানের ব্যবধানে ইংলিশদের তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভারত। শেষ পর্যন্ত ৭৫৭৯ দিনের রেকর্ড ভেঙে ৬ রানের জয় পায় শুভমান গিলের দল।
ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বনিম্ন রানের জয়। এর আগে ২০০৪ সালের ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ রানের জয় পেয়েছিল ভারত। সাদা পোশাকের ক্রিকেটে এতদিন এটাই ছিল ভারতের সর্বনিম্ন রানের জয়ের রেকর্ড। ৭৫৭৯ দিন পর এই রেকর্ড ভেঙে আজ (সোমবার) নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

পঞ্চম দিনের শুরুটা বেশ ইতিবাচক ছিল ইংল্যান্ডের। দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে রোমাঞ্চ জমিয়ে তুলেছিলেন জেমি ওভারটন! তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ। এরপর ১০ রান তুলতেই আরও দুই উইকেট হারায় স্বাগতিকেরা।
শেষ উইকেটে ইংলিশদের সামনে সমীকরণ দাঁড়ায় মাত্র ১৭ রান। দলের প্রয়োজনে ও জয়ের তাড়নায় স্লিংয়ে ঝোলানো বাঁ হাত নিয়ে মাঠে নামেন ইনজুরিতে পড়া ক্রিস ওকস। শেষ উইকেটে বেশ হিসেবি রান তুলছিলেন গাস আটকিনসন। ওকসকে বাঁচাতে ওভারের শেষ বলে স্ট্রাইকও নিচ্ছিলেন তিনি।
ম্যাচের ৮৪তম ওভারে মোহাম্মদ সিরাজকে ছক্কা মেরে ম্যাচের গতিও ধরে রেখেছিলেন আটকিনসন। কিন্তু চাপের মুহূর্তে নিজেকে এইটুকু টলতে দেননি মোহাম্মদ সিরাজ। ম্যাচের এক ওভার বিরতির অফ স্টাম্পের ওপর দুর্দান্ত এক লেংথ ডেলিভারিতে বোল্ড করে দেন আটকিনসনকে। তাতে ৬ রানের অবিশ্বাস্য জয় নিয়ে ম্যাচ শেষ করে ভারত।

এই জয়ের মধ্য দিয়েই ৭৫৭৯ দিনের পুরোনো রেকর্ড ভেঙে সাদা পোশাকে নিজেদের সবচেয়ে কম রানে জয়ের নতুন ইতিহাস গড়েছে শুভমান গিলের দল। এর আগে ২০০৪ সালে সর্বনিম্ন ১৩ রানের জয় ছিল ভারতের। ১৯৭২ সালে ইংলিশদের বিপক্ষে সর্বনিম্ন ২৮ রানের জয় পেয়েছিল ভারত।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ভারত করেছিল ২২৪ রান। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ৩৯৬ রান, ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪। জয়ের জন্য শেষ দিনে দরকার ছিল মাত্র ৩৫ রান, হাতে ৪ উইকেট—কিন্তু ভারতীয় বোলারদের দুর্দান্ততায় সেই লক্ষ্য আর পূরণ হয়নি।

রিভিউ সঠিক হওয়ায় উল্লাসে মাতে ভারতীয় খেলোয়াড়রা
শেষ দিনের খেলা শুরু হয়েছিল ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার জেমি স্মিথ ও জেমি ওভারটন আবার ব্যাটিং শুরু করেন। তবে দ্বিতীয় দিন ২ রানে অপরাজিত থাকা স্মিথ আর রানই যোগ করতে পারেননি। সিরাজের অফ স্টাম্পের বাইরের লেংথ বল ব্যাটে ছুঁয়ে ধরা পড়েন ধ্রুব জুরেলের গ্লাভসে।
স্মিথ ফিরে গেলেও ওভারটন-আটকিনসন জুটি কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ৯ রান করা ওভারটনকেও বেশিক্ষণ টিকতে দেননি সিরাজ। এলবিডব্লিউ করে ফেরান তাঁকে। ভাঙা কাঁধে দায়িত্ব নিয়েও ম্যাচের পরাজয় ঠেকাতে পারলেন না ক্রিস ওকস। ৫ উইকেট নিয়ে ইংলিশদের উড়িয়ে ম্যাচের নায়ক বনে গেলেন মোহাম্মদ সিরাজ।
এমআই