Advertisement
Us Bangla Airlines
এক ইনিংসে ১০০৯ রান— ইতিহাস গড়া সেই রেকর্ডধারী এখন কোথায়?

এক ইনিংসে ১০০৯ রান— ইতিহাস গড়া সেই রেকর্ডধারী এখন কোথায়?

খেলা ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ১৪:৩৫

এক ইনিংসে হাজার রান, ক্রিকেটের যে কোনো সংস্করণে এমন ব্যাটিং দর্শকদের মনে বিস্ময় জাগাবে। ভারতের মহারাষ্ট্রের এক ক্রিকেটার এমনই এক বিস্ময় জাগানিয়া ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে একাই ১০০৯ রান করে অপরাজিত ছিলেন প্রণব ধানাওয়াড়ে।

২০১৫-২০১৬ মৌসুমে আন্তঃস্কুল প্রতিযোগিতায় আর্য গুরুকুলের হয়ে এই অভাবনীয় ইনিংস খেলেছিলেন এই ক্রিকেটার। হাজার রান করায় বিশ্ব ক্রিকেটে বেশ সাড়া ফেলেন প্রণব ধানাওয়াড়ে। এমনকি স্কুল ক্রিকেটে আলো ছড়িয়ে বিশ্ব মাতানো শচীন টেন্ডুলকারের সঙ্গেও তুলনা পেয়েছিলেন তিনি।

শচীনের সঙ্গে দ্রুত তুলনা পাওয়ার আরেকটি কারণও রয়েছে। প্রণব ধানাওয়াড়ে ভারতের মহারাষ্ট্রের ক্রিকেটার। একই রাজ্যের মুম্বাই শহর থেকে বেড়ে ওঠেছিলেন শচীন। ফলে অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেটের বরপুত্রের সঙ্গে তুলনা পেয়েছিলেন এক ইনিংসে হাজার রান করা প্রণব।

ইতিহাস গড়ে রাতারাতি আলোচনায় চলে আসা এই ক্রিকেটার রঞ্জি ট্রফি ও ভারত জাতীয় দলে খেলতে চেয়েছিলেন। কিন্তু নিজেকে আর সামনে নিতে পারেননি। এক সাক্ষাৎকারে পিছিয়ে পড়ার কারণ জানিয়েছিলেন এই বিস্ময় বালক। তিনি বলেছেন, ‘ওই ইনিংসের পর মাঠে নামলেই পাহাড় প্রমাণ চাপ ঘিরে ধরত।’

২০২২ সালে প্রণব ধানাওয়াড়ে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ইংল্যান্ডের একটি ক্লাবে খেলতে যাচ্ছেন। ম্যানচেস্টার থেকে সামান্য দূরেই নরউইচ ক্রিকেট ক্লাবে খেলেন। তাতেও ক্যারিয়ারে বড় কোনো বদল আসেনি। পরবর্তীতে মুম্বাইয়ের ‘বি’ ডিভিশনে ভিক্টরি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। 

এরপর কর্পোরেট টুর্নামেন্টে এয়ার ইন্ডিয়ার হয়েও খেলেছেন প্রণব ধানাওয়াড়ে। সম্প্রতি মুম্বাই প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছিলেন এই ব্যাটার। কিন্তু সাফল্যের মুখ দেখেননি।

উল্লেখ্য, স্বীকৃত প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছিলেন ব্রায়ান লারা। ১৯৯৪ সালে ইংল্যান্ডের কাউন্টি লিগে ওয়ারউইকশায়ারের হয়ে অপরাজিত ৫০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ভারতের হয়ে এই রেকর্ড এখনও ভাউসাহেব নিমবালকরের, তিনি করেছিলেন অপরাজিত ৪৪৩ রান।

এমআই