
ব্যাটিংয়ের উন্নতিতে আইপিএলের কোচকে নিয়োগ দিচ্ছে বিসিবি
খেলা ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১৪:৩৫
বাইশ গজে ভালো সময় কাটছে না বাংলাদেশের। পরাজয়ের বৃত্ত থেকে জয়ের ধারায় ফিরতে পারছে না টাইগাররা। বাংলাদেশের টানা ব্যর্থতার অন্যতম কারণ ব্যাটিং বিপর্যয়। প্রায় প্রতি ম্যাচেই টাইগারদের ব্যাটিং ধস দেখা যেন নিত্যকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা সফরেও একই চিত্রের দেখা মিলেছে।
ওয়ানডে সিরিজে ব্যাটিং ধসের পর টি-টোয়েন্টির পর ম্যাচে ব্যর্থ ছিলেন লিটন-নাইমরা। ম্যাচ শেষ করে আসা নাইম শেখ সেই ম্যাচে ২৯ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন। মিরাজ করেছিলেন ২৩ বলে ২৯ রান। স্ট্রাইক রোটেশন কিংবা পাওয়ার হিটিং- ম্যাচে কোনটাই করতে পারেনি বাংলাদেশ।
টাইগারদের এমন ব্যাটিং ব্যর্থতা কাটাতে নতুন ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল বিসিবি। তবে এর মাঝে তারা পাওয়ার হিটিংয়ের জন্য প্রসিদ্ধ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেবে বলে শোনা যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
তিনি বলেন, ‘আমরা আলোচনা করছি জুলিয়ান উডকে আনার জন্য। ফাইনাল হয়নি, তবে আশা করছি হয়ে যাবে। আগস্টে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবে এমনই পরিকল্পনা রয়েছে।’
আগামী আগস্টে ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নানান অজুহাতে ভারত এই সফর এক বছর পিছিয়েছে। ফলে আগস্টের ফাঁকা সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিবি। সেই ক্যাম্পেই দলের সঙ্গে যোগ দেবেন জুলিয়ান উড।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেন জুলিয়ান উড। আইপিএল ছাড়াও আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জুলিয়ান উডের। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের বদলের কারিগরও বলা যায় তাকে।
টি-টোয়েন্টিতে ‘পাওয়ার হিটিং’ কথাটা মূলত উডেরই মস্তিষ্কপ্রসূত। বিগ ব্যাশ, পিএসএল ও আইপিএলে কাজ করা জুলিয়ান উড বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্ব নিয়ে এসেছিলেন। এবার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করতে আসছেন তিনি।
এমআই