Advertisement
Us Bangla Airlines
বিশ্রামের সুযোগ নেই তামিমদের, চলতি মাসেই ক্যাম্প

বিশ্রামের সুযোগ নেই তামিমদের, চলতি মাসেই ক্যাম্প

খেলা ডেস্ক

১৩ মে ২০২৫, ১৫:১৭

শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সম্প্রতি ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ দল। আজিজুল তামিমের নেতৃত্বাধীন এই সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছে টাইগার যুবারা। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড সংগ্রহ, জাওয়াদের দুটো সেঞ্চুরি, আল ফাহাদের শতকসহ অনেক কিছুর দেখা মিলেছে এ সিরিজে।

লঙ্কা জয়ার করার একদিন পরেই দেশে ফিরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বর্তমানে পরিবারের সঙ্গে নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন সবাই। তবে বেশি দিন অবশ্য বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তরুণ ক্রিকেটাররা। জানা গেছে, চলতি মাসেই তামিম-আবরারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে। 

বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের ইতিহাস গড়ল বাংলাদেশ

আগামী ২০ মে মিরপুর শের-ই বাংলায় ক্রিকেটাদের রিপোর্টিং করার নির্দেশ দিয়েছে বিসিবি। এরপর ২১ এবং ২২ তারিখ সেখানেই হবে ফিটনেস ক্যাম্প। এরপর সিলেটে পাড়ি জমাবে বাংলাদেশ যুব দল। সেখানে স্কিল ক্যাম্প করবেন ক্রিকেটাররা। আগামী ৩০ মে পর্যন্ত স্কিল ক্যাম্প অনুষ্ঠিত হবে। 

আগামী জুলাই মাসে যুবা ক্রিকেটাদের দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। সেখানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল তামিমের দল।

এমআই